আমাদের মত দুর্বল ও গুনাগারদের মুখ থেকে তিলাওয়াত করা হলেও কুরআন মহা শক্তিশালী আল্লাহ’র মহা পবিত্র বানী । আল্লাহ পাকের মহা এক কুদরত । প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মু’জিযা । অনেক শক্তি লুকিয়ে রেখেছেন আল্লাহ তার এই পবিত্র গ্রন্থে । বিশ্বাসীদের জন্য এতে রয়েছে সুস্থতা ।
সূরা হাশরের ২১ নং আয়াতে রব্বুল আ’লামীন আল্লাহ বলেন— যদি এ কুরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তুমি তাকে দেখতে আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হয়ে গেছে ।
রুকইয়াহ’র সুবাদে আল্লাহ এ পর্যন্ত কত যে অলৌকিকতা দেখিয়েছেন গুণে শেষ করতে পারবোনা । ক্বিয়ামত পর্যন্তই কুরআনের এ অলৌকিক শক্তি দ্বারা মানুষ উপকৃত হতে থাকবে । দরকার শুধু আল্লাহর উপরে পূর্ণ ভরসা ও বিশ্বাস । মুষ্টিমেয় কয়েকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি ।
- ৯/১১/২২ তারিখে একজন পশু ডাক্তার আসলেন ঘুমের সমস্যা নিয়ে । বিগত ৩বছর যাবত ওনার ঘুম হচ্ছেনা, না দিনে; না রাতে । যখনই ঘুমে চোখ বন্ধ হয়ে আসে, হঠাৎ করেই শরীর ঝাকুনি দিয়ে ঘুম ভেঙ্গে যায়, আর তিনি আচমকা উঠে বসে যান । মাসের পর মাস এভাবেই চলছে তার দিন । বরিশাল থেকে ঢাকা সেন্টারে রওয়ানা দিবো এই মুহুর্তে ওনারা এসে উপস্থিত হয়েছেন । হাতে খুব অল্প সময় ছিলো । সংক্ষিপ্ত এক সেশন রুকইয়াহ করে বললাম, আগামীকাল সকালে আমাকে ফোন করবেন । ঘুম হলেও জানাবেন, আর না হলেও জানাবেন । সকালে তার মা ফোন করে জানালেন, আলহামদুলিল্লাহ তার পরিপূর্ণ ঘুম হয়েছে ।
- ২৮/১০/২২ একজন রোগীকে নিয় আসা হলো যিনি বারবার আত্মহত্যার চেষ্টা করেছেন । যেদিন আমার কাছে নিয়ে আসা হয়েছে, সেদিনও তিনি ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যার জন্য অলরেডি এক পা উঁচু করেছেন, আল্লাহ হায়াত রেখেছিলেন বিধায় এ অবস্থায় অপিরিচিত একজন এসে হাত ফেলেছে । এবং বাসার লোকজনকে খবর দিয়েছে । তাকে আনার পরে এক ঘণ্টার একটি সেশন দিয়েছি, প্রথম সেশনেই তার সুইসাইডাল টেনডেন্সি বা আত্মহত্যা প্রবণতা ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ । রুকইয়াহ করে আরো কিছু সমস্যা ধরা পড়েছিল, যেগুলোর চিকিৎসা চলছে ।
- ১৪/১০/২২ একজন মহিলা রোগী এসেছেন দাম্পত্য অসুবিধা নিয়ে । দীর্ঘ কয়েক বছর পর্যন্ত হাজবেন্ড এর সাথে দূরত্ব, যা দিনদিন বেড়েই চলছে, একটা পর্যায়ে একদম যোগাযোগ বিচ্ছিন্ন ও ডিভোর্স হওয়ার উপক্রম । সংক্ষিপ্ত এক সেশন রুকইয়াহ করে কিছু আমল দিলাম, আনুমানিক ১০ দিন পরে তার অভিভাবক ফোন করে জানালেন যে, হাজবেন্ড এর সাথে মিল-মহব্বত হয়েছে এবং তাকে বাবার বাড়ি থেকে শশুরবাড়িতে নিয়ে গিয়েছে । আলহামদুলিল্লাহ্ ।
- ৮/১০/২২ একজন রোগী আসলেন যার মাসিকের সময় অসহনীয় ব্যাথা হয় । রুকইয়াহ করে কিছু আমল এবং পানি পড়ে দিলাম । পরবর্তী মাসিক পর্যন্ত আমল ও পড়া পানি পান করতে বললাম এবং মাসিক শুরু হলে অবস্থা জানাতে বললাম । বেশি কিছুদিন পরে তিনি ফোন করলেন যে, অসহনীয় ব্যাথাটা এখন আর নেই আলহামদুলিল্লাহ্ ।
বললে এরকম শত শত সাকসেস হিস্ট্রি বলা যাবে । আল্লাহ প্রদত্ত কুরআনের এ অলৌকিক ক্ষমতার কথা বলে শেষ করা যাবেনা । দেশ-বিদেশের শত শত রাক্বী ও রোগীগণ এর চেয়েও আশ্চর্য আশ্চর্য বহু ঘটনার সাক্ষী ।
বিঃদ্রঃ উপরের সাকসেস হিস্ট্রিগুলো পড়ে কেহ আবার ফ্যান্টাসিতে ভুগবেননা । রুকইয়াহ মানেই আলাদিনের চেরাগ ভেবে বসবেননা । উপরের হিস্ট্রির মত এক সেশন রুকইয়াহ করেই সুস্থ হয়ে গিয়েছেন এরকম আরো বহু হিস্ট্রিও যেমন আছে, আবার মাসের পর মাস সেশন নিয়ে এবং সেলফ রুকইয়াহ করেও সুস্থ হয়নি, এমনও অনেক রোগী আছেন । সুতারং রুকইয়াহ করা মানেই সুস্থতা নিশ্চিত নয়, সুস্থতা আল্লাহর হাতে । আল্লাহ চাইলেই কেবল সুসস্থ হওয়া যাবে, যখন চাইবেন তখনই কেবল সুস্থ হওয়া যাবে । সবকিছুই আল্লাহ্ ফায়সালা ।