বিচ্ছেদের যাদুঃ অর্থাৎ এমন যাদু, যা বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, ব্যবসায়িক পার্টনারের মধ্যে বিচ্ছেদ, বিভেদ, ঘৃণা ও রাগ সৃষ্টি করে ।
কুরআন মাজীদে সূরাতুল বাক্বারায় আল্লাহ পাক এ যাদু সম্পর্কে ইরশাদ করেন, ‘তথাপি তারা তাদের থেকে এমন জিনিস (যাদু) শিক্ষা করত, যা দ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত’ (সূরা বাকারা, ১০২)
সহীহ মুসলিম শরীফে হযরত জাবের (রা) থেকে বর্ণিত এক হাদীসে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইবলিশ পানির উপর তার সিংহাসন স্থাপন করে; তার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিভিন্ন স্থানে পাঠায় । তাদের মধ্যে যে যত বড় ফেতনা সৃষ্টি করতে পারে; সে-ই তার কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী হয় । একজন এসে বলে, আমি অমুক অমুক কাজ করেছি, অতঃপর সে বলে তুই তো (উল্লেখযোগ্য) কিছুই করিসনি । রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, অবশেষে তাদের মধ্য থেকে একজন এসে বলে, আমি অমুকের ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ না ঘটানো পর্যন্ত তাদের পিছু ছাড়িনি । রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, অতঃপর শয়তান তাকে তার নিকটবর্তী করে নেয় এবং বলে ‘তুই কতইনা উত্তম কাজ করেছিস’ ।
এই হাদীসের বর্ণনাকারী আ’মাশ (রহ) বলেন আমার ধারণা তিনি (তার উর্ধ্বতন বর্ণনাকারী আবু সুফিয়ান (রহ) বলেছিলেন; অতঃপর শয়তান তাকে (ক্ষুদ্র দলের উক্ত সদস্যকে) জড়িয়ে ধরে। (সহীহ মুসলিম, ৬৮৪৬)
এ যাদুর বিভিন্ন ধরণ রয়েছে । যেমন-
১) বাবা-মায়ের সাথে বিভেদ
২) ভাই-বোনের সাথে বিভেদ
৩) বন্ধু-বান্ধব বা পার্টনারের মাঝে বিভেদ
৪) স্বামী-স্ত্রীর মাঝে বিভেদ ও বিচ্ছেদ ।
এই প্রকারের যাদুই সবচেয়ে মারাত্মক এবং বহুলপ্রচলিত ।
বিচ্ছেদের যাদুর লক্ষণসমূহঃ
১) হঠাৎ করে ভালবাসার সম্পর্ক ঘৃণা ও বিদ্বেষে পরিণত হওয়া।
২) একে অপরের ব্যাপারে অতিরিক্ত সংশয় ও সন্দেহ সৃষ্টি হওয়া ।
৩) কেহ কারো অপারগতা মেনে না নেওয়া ।
৪) একে অপরের সামান্য বিষয়কে সন্দেহের চোখে অনেক বড় করে দেখা ।
৫) স্বামী-স্ত্রীর পরস্পরের সৌন্দর্য অপরের কাছে অসুন্দরে পরিণত হওয়া । যেকারনে স্ত্রী রুপসী হওয়া সত্বেও স্বামী তাকে অসুন্দর ও কুৎসিত মনে করে এবং স্ত্রীর কাছেও তার স্বামীকে বীভৎস ও কুশ্রী মনে হতে থাকে । অথচ বাস্তবতা হলো, তার যাদুতে নিয়োজিত শয়তানই স্বামী/স্ত্রীর চেহারায় কুৎসিত চেহারায় আত্মপ্রকাশ করে ।
৬) যাদুগ্রস্থ ব্যক্তি প্রতিপক্ষের সকল কাজই অপছন্দ করা ।
৭) যাদুগ্রস্থ ব্যক্তি প্রতিপক্ষের অবস্থানের জায়গাকেও অপছন্দ করা । ফলে দেখা যায়, স্বামী ঘরের বাহিরে দিব্যি সুস্থ-স্বাভাবিক ঘুরে বেড়ায় কিন্তু যখনই ঘরে প্রবেশ করে তার অন্তর মারাত্মক সংকীর্ণ হয়ে যায় এবং মেজাজও খিটখিটে হয়ে যায় ।
সূরা বাকারার ১০২ নং আয়াতাংশ ‘তথাপি তারা তাদের থেকে এমন জিনিস শিক্ষা করত, যা দ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত’ এর তাফসীরে হাফেজ ইবনে কাছীর (রহ) বলেন—
যাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটার মূল কারণ হলো, যাদুর কারণে স্বামী বা স্ত্রীর কাছে তার সঙ্গী বা সঙ্গীনির আকৃতি, আচরণ, বন্ধণ, রাগ ইত্যাদি ইত্যাদি বিচ্ছেদ সংশ্লিষ্ট অন্যান্য স্বাভাবিক বিষয়াদিও মারাত্মক খারাপ মনে হতে থাকা ৷