নবী কারীম (স.) চাঁদ দেখে নিম্নাক্ত দোয়া পাঠ করতেন- আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বী ওয়া রব্বুকাল্লাহু । (সুনানে দারিমী ১৭৩০) মুসনাদে আহমদ (১৩৯৭) ও সুনানে তিরমিযী (৩৪৫১) এর বর্ণনায় বিল-আমনি এর পরিবর্তে ‘বিল-ইউমনি’ এসেছে । যেকোন একভাবে পড়লেই হবে ইনশাআল্লাহ্ । আবু দাঊদের (৫০৯২) বর্ণনায় দুয়াটি এভাবে এসেছে- হিলালু খাইরিন ওয়া রুশদিন, হিলালু খাইরিন ওয়া রুশদিন, হিলালু খাইরিন ওয়া রুশদিন, আমানতু বিল্লাযি...
Continue reading...মাসনূন দোয়া
বদনজরের রুকইয়াহ
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ (স.) কে বদনজরের রুকইয়াহ করতাম, আমি তার বুকের উপরে আমার হাত রেখে বলতাম— إمْسَحِ الْبَأسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشِّفَاءُ، لَا كَاشِفَ لَهُ إِلَّا أَنْتَ বাংলা উচ্চারণ— ইমসাহিল বা’সা রব্বান নাসি, বি-ইয়াদিকাশ শিফাউ, লা-কাশিফা লাহু ইল্লা আংতা। অর্থ— হে মানুষের প্রতিপালক আল্লাহ! অসুস্থতাকে দূর করে দিন, আপনার হাতেই সুস্থতা রয়েছে, আপনি ছাড়া আর কেহ তার রোগ দূরকারী নেই । (মুসনাদে আহমাদ- ২৪৯৯৫) ...
Continue reading...জ্বর এবং সব ধরণের ব্যাথার রুকইয়াহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এবং সব ধরণের বেদনার ক্ষেত্রে এটা বলতে শিখেয়েছেনঃ بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ অর্থঃ আল্লাহর নামে যিনি মহান; আমি মহামহিম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি রক্ত চাপের আক্রমন থেকে এবং জাহান্নামাগ্নি উত্তাপ থেকে। তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮১ । হাদিসে বর্ণিত উপরোক্ত দোয়াটির পাশাপাশি সূরা আম্বিয়া এর ৬৯ নম্বর আয়াত ৩/৭ বার...
Continue reading...ব্যাথার রুকইয়াহ
১. উছমান ইবনে আবিলল আস ছাকাফী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে, তা যেন আমাকে যেন ধ্বংস করে দিবে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ভাল ডান হাতটি ব্যথার স্থানে রাখো, অতঃপর উক্ত হাত দিয়ে সেখানটিতে সাতবার মোছা দাও; এবং বল— أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدرتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ অর্থ- আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আদিপত্যের ওয়াসীলায় আমি আমার...
Continue reading...স্বপ্নে ভয় পাওয়া
রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পেলে এর থেকে মুক্তি লাভের জন্য স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো নিম্নোক্ত দুয়া এবং পাশাপাশি নিম্নোক্ত আয়াতটি পড়ে ঘুমালে স্বপ্নে ভয় পাওয়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ্ । রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেহ ঘুমের মধ্যে ভয় পেলে সে যেন বলে— أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ বাংলা উচ্চারণঃ আঊযু বি-কালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন গাদাবিহী, ওয়া ইকাবিহী, ওয়া শার্রী...
Continue reading...