বিভিন্ন শারীরিক রোগের রুকইয়াহ

ব্যাথার রুকইয়াহ

১. উছমান ইবনে আবিলল আস ছাকাফী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে, তা যেন আমাকে যেন ধ্বংস করে দিবে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ভাল ডান হাতটি ব্যথার স্থানে রাখো, অতঃপর উক্ত হাত দিয়ে সেখানটিতে সাতবার মোছা দাও; এবং বল— أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدرتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ অর্থ- আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আদিপত্যের ওয়াসীলায় আমি আমার...

Continue reading...

ছাই দিয়ে চিকিৎসা

আবূ হাযিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জখম কি দিয়ে চিকিৎসা করা হয়েছিল? এই সময় আমিও তা শুনছিলাম। তিনি বললেনঃ এই বিষয়ে আমার চেয়ে অধিক জানে এমন কেউ আর নেই। আলী (রাঃ) তাঁর ঢালে করে পানি নিয়ে আসছিলেন আর ফাতিমা সেই রক্ত ধুয়ে দিচ্ছিলেন। একটি চাটাই জ্বালিয়ে এর ছাই তার জখমে ভরে দেওয়া হয়েছিল। বুখারি, তিরমিজী

Continue reading...

হাড় ক্ষয় সংক্রান্ত রোগের রুকইয়াহ

হাড় ক্ষয় সংক্রান্ত রোগকে মেডিকেল টার্মে বলা হয় “অস্টিওপরোসিস” । অস্টিও মানে হাড়, পরোসিস মানে হলো ছিদ্র। অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় বলতে শরীরের হাড়ের ঘনত্ব কমে যাওয়া, ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া বা হাড় নরম হয়ে যাওয়াকে বোঝায়। অস্টিওপরোসিস হলে হাড় অনেকটা মৌচাকের মতো ঝাঁজরা বা ফুলকো হয়ে যায়। এবং হাড় অতিদ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আরবীতে ‘আযম’ (عظم) শব্দের অর্থ হাড় । যার বহুবচন ‘ইযাম’ (عظام) । কুরআনের যে সমস্ত আয়াতে...

Continue reading...
error: Content is protected !!