নাকের সমস্যায় নববী চিকিৎসা

নাকের ঘ্রাণ শক্তি কমে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, বা নাকের সাথে সম্পৃক্ত যেকোন সমস্যায় এটি ব্যবহার করা যেতে পারে ইনশআল্লাহ ।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কালজিরা হল মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ।

কাতাদা (রহঃ) বলেনঃ প্রতিদিন একুশটি কালজিরার দানা নিবে। একটি কাপড়ের টুকরায় তা রেখে পানিতে ভেজাবে এবং প্রতিদিন নাকের ছিদ্র পথ দিয়ে তা ব্যবহার করবে। প্রথম দিন নাকের ডান ছিদ্রে দুই ফোটা এবং বাম ছিদ্রে এক ফোটা, দ্বিতীয় দিন বাম ছিদ্রে দুই ফোটা এবং ডান ছিদ্রে এক ফোটা, তৃতীয় দিন ডান ছিদ্রে দুই ফোটা এবং বাম ছিদ্রে এক ফোটা করে ব্যাবহার করবে।

তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৬

error: Content is protected !!