প্রসঙ্গঃ পেটের যাদু শিরোনামে পূর্বে প্রকাশিত একটি লেখায় “পেটের যাদু” এর এর ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আজকের লেখায় শুধুমাত্র পেটের যাদু নষ্টের সহায়ক আয়াত নিয়ে আলোচনা করব—ইনশআল্লাহ্।
১) সূরা ফাতিহা
২) আয়াতুল কুরসি
৩) সূরা ইখলাস, ফালাক ও নাস
৪) যাদু নষ্টের কমন আয়াত
১ । সূরা আ’রাফ ১১৭ থেকে ১২২নং আয়াত
২ । সূরা ইউনুস ৮১ ও ৮২নং আয়াত
৩ । সূরা ত্বহা ৬৯নং আয়াত
৫) পেটের যাদু নষ্টের আয়াত
১। সূরা নাহাল – ৬৮, ৬৯ এবং ৭৮
২। সূরা সাফ্ফাত – ৬২ থেকে ৬৮ এবং ১৪৩ থেকে ১৪৫ নম্বর আয়াত
৩। সূরা ওয়াকিয়া – ৫১ থেকে ৫৬ নম্বর আয়াত
৪। দুখান – ৪৪ থেকে ৪৯ নম্বর আয়াত
৫। সূরা যিলযাল – সম্পূর্ণ
উপরোক্ত আয়াতগুলো পড়ে পানি, মধু, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সোনাপাতা, বরই পাতা সিদ্ধ করা পানি ইত্যাদিতে রুকইয়াহ করে প্রতিদিন সকালে খালিপেটে পান করবেন । যেকোন একটি ব্যবহার করলেও হবে, তবে একাধিক বা সবগুলো করতে পারলে বেশি ভালো। আয়াতগুলো তিলাওয়াত করার সময় পেটের উপর হাত রেখেও তিলাওয়াত করতে পারলে বেশি ভালো।
আয়াতগুলো তিলাওয়াত করে কোন কথাবার্তা বলার আগে পানি, মধু ও অলিভ অয়েলে ফুঁ দিয়ে তা সকালে খালিপেটে এবং রাতে ঘুমানোর পূর্বে সকল খাবারদাবার সেরে সবশেষে পান করে ফেলবেন ।
সোনাপাতা ও বরই পাতা ব্যবহারের নিয়ম জানতে নিম্নোক্ত লেখা দু’টি ফলো করুন :