সাদাস্রাবের রুকইয়াহ আয়াত

যাদের অতিরিক্ত সাদাস্রাবের সমস্যা হয়, বা পিরিয়ডের দিনগুলোতে অতিমাত্রায় ব্লিডিং হয়, অথবা যাদের একসাথে দীর্ঘদিন পর্যন্ত পিরিয়ড চলতে থাকে—তারা প্রতিদিন সকালে খালিপেটে নিম্নোক্ত আয়াতগুলো ৩ বার করে পড়ে পানিতে ফুঁ দিয়ে টানা এক মাস পান করতে পারেন । আশাকরি এতে অনেক উপকার পাবেন—ইনশাআল্লাহ্ ।

আয়াতের তালিকা—

১। সূরা আনআম— ৬৭
২। সূরা হুদ—৪৪
৩। সূরা কাহাফ—৪১
৪। যুখরুফ—৪৩
৫। সূরা মুলক—৩০

যারা সাদাস্রাব বা ‍ঋতুস্রাবের যাদুতে আক্রান্ত তারা এই আয়াতগুলোর পাশাপাশি যাদু নষ্টের আয়াতসমূহ পড়বেন ।

পিরিয়ডের দিনগুলোতে নিজে আয়াত পড়া যাবে না । অন্য কারো মাধ্যমে পড়িয়ে পান করবেন । অথবা সেরকম ব্যবস্থা না থাকলে পিরিয়ড শুরু হওয়ার পূর্বে বেশি পরিমাণ পানিতে ফুঁ দিয়ে রেখে সেখান থেকে পান করবেন । সুস্থ হওয়ার পরে অবশ্যই দৈনিকের পানি দৈনিক তৈরি করে পান করবেন । নিজে কুরআন পড়তে না পারলে অন্য কেহ পড়ে দিলেও হবে । এবং চাইলে খাবার উপযোগী পবিত্র কালি দিয়ে প্লেট ইত্যাদি লিখে ধুয়ে পান করতে পারবেন । তবে অবশ্যই খাবার উপযোগী সার্টিফাইড কালি দিয়ে লিখবেন।

error: Content is protected !!