১. উছমান ইবনে আবিলল আস ছাকাফী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে, তা যেন আমাকে যেন ধ্বংস করে দিবে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ভাল ডান হাতটি ব্যথার স্থানে রাখো, অতঃপর উক্ত হাত দিয়ে সেখানটিতে সাতবার মোছা দাও; এবং বল—
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدرتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ
অর্থ- আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আদিপত্যের ওয়াসীলায় আমি আমার এই কষ্ট থেকে পানাহ চাই।
রাবী উসমান ইবন আবুল আস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি তাই করলাম। যে কষ্ট ছিল আল্লাহ তাআলা তা দূর করে দিলেন। তখন থেকেই আমি আমার পরিজন ও অন্যান্য লোকদেরকে এই দুয়া পাঠের নির্দেশ দিয়ে থাকি। ৩৫২২, ইবনু মাজাহ, মুসলিম, তিরমিজী ।
২. হযরত উছমান ইবনে আবিল আস ছাকাফী (রা.) থেকে বর্ণিত, তিনি রসূলুল্লাহ (স.) এর কাছে ইসলাম গ্রহণের পর থেকেই ভোগ করে আস ব্যাথার ব্যাপারে অভিযোগ করলেন, অতঃপর রসূলুল্লাহ (স.) তাকে বললেন, তোমার হাত ব্যাথার স্থানে রেখে তিনবার “বিসমিল্লাহ” বলো । অতঃপর সাতবার বলো—
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
৩. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এবং সব ধরণের বেদনার ক্ষেত্রে এটা বলতে শিখেয়েছেন—
بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
অর্থঃ আল্লাহর নামে যিনি মহান; আমি মহামহিম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি রক্ত চাপের আক্রমন থেকে এবং জাহান্নামাগ্নি উত্তাপ থেকে। তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮১
৪. হযরত আয়শা (রা.) বলেন, রসূলুল্লাহ (স.) যখন অসুস্থতা অনুভব করতেন, তখন معوذات তথা সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে নিজ শরীরে ফুঁ দিতেন । মুসনাদে আহমাদ ২৪৮৩১।