ঘুমন্ত ব্যক্তির মাথায় শয়তানের যাদুর গিঁট

প্রত্যেক ঘুমন্ত ব্যক্তির মাথার পিছনের অংশে শয়তান তিন গিট বিশিষ্ট একটি রশি দিয়ে বেঁধে দেয়, “রাতের আরো লম্বা সময় বাকি আছে তুমি ঘুমাও” এই মন্ত্র পড়ে প্রত্যেক গিঁটে ফুঁ দেয় ।

ব্যক্তি যখন উঠে আল্লাহকে স্মরণ করে (ঘুম থেকে জাগ্রত হ‌ওয়ার দোয়া ইত্যাদি পড়ে) তখন তার মাথা থেকে একটি গিঁট খুলে যায়, সে যখন অযূ করে তখন দ্বিতীয় আরেকটি গিঁট খুলে যায়, অতঃপর সে যখন নামাযে দাঁড়ায় তখন তৃতীয় ও সর্বশেষ গিঁটটিও খুলে যায়। এতে উক্ত ব্যক্তি প্রাণবন্ত ও প্রফুল্ল চিত্তে শয়তানের যাদুর গিঁটমুক্ত অবস্থায় কল্যাণ প্রাপ্ত হয়ে তার দিনটি শুরু করে।

আর সে যে পবিত্রতা অর্জনের মাধ্যমে নিজেই নিজের চিকিৎসা করলো তথা শয়তানের যাদুর গিট নষ্ট করলো, তার এ কার্যক্রম দেখে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে (তার প্রশংসায়) বলেন, দেখো! আমার বান্দা নিজের চিকিৎসা করছে, অত‌এব সে যা চাইবে তাহাই পাবে।

আর যে ব্যক্তি নামায আদায় না করে ঘুমিয়ে থাকে সে তার মাথায় শয়তানের যাদুর গিঁটসহ অলস ও মনমরা অবস্থায় অকল্যাণ বয়ে নিয়ে তার দিনটি শুরু করে।

তথ্যসূত্রঃ সহীহ বুখারী — ১১৪২, ৩২৬৯ । সহীহ মুসলিম — ৭৭৬ । সুনানু আবি দাঊন— ১৩০৬ । সুনান আন নাসাঈ— ১৬০৭ । সুনানু ইবনে মাজাহ— ১৩২৯ । মুসনাদু আহমাদ — ৭৪৪১, ১০৪৫৩, ১০৪৫৭, ১৪৩৮৭, ১৭৪৫৮, ১৭৭৯১ ।

প্রিয় মুসলিম ভাই ও বোন আমার!

১) আপনি যদি চান আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনার নাম নিয়ে ফেরেশতাদের সাথে আপনার প্রশংসার আলোচনা করুক এবং আপনার চাওয়াগুলো ক্ববুল করুক! তাহলে আপনার উচিত ফজরের নামাজটি আদায় করা।

২) আপনি যদি কল্যাণপ্রাপ্ত হয়ে প্রাণবন্ত ও প্রফুল্ল মন নিয়ে একটি দিন শুরু করতে চান, আপনার উচিত ফজরের নামাজটি আদায় করা।

আসুন! আমরা সকলে মিলে আল্লাহ পাকের প্রশংসা কুড়িয়ে প্রফুল্ল চিত্তে প্রাণবন্ত ও অলসতামুক্ত কল্যাণময় একটি সকাল দিয়ে আমাদের দিনটি শুরু করি ।

সেই সাথে অপরকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে আওয়াজ তুলি—

ফজর_মুবারক

error: Content is protected !!