সিহর (যাদু) এর পরিচয়ঃ
যাদু এর আরবী প্রতিশব্দ ‘সিহর’ । এর আভিধানিক অর্থ— কোন বস্তুকে তার স্বরূপ থেকে বিচ্যুত করা । যেমনঃ সুস্থতাকে রোগ ব্যাধিতে পরিবর্তন করা ।
যাদু হলো, এমন একটি বিষয় যার উৎস অত্যন্ত সূক্ষ্ম এবং স্পর্শকাতর । যার মাধ্যমে বাতিলকে হকের আকৃতি দেয়া হয় এবং কোন বস্তুকে এমন দৃষ্টিনন্দন রূপে উপস্থাপন করা হয়, যাতে লোকজন অবাক হয়ে যায় ।
যাদু তথা সিহর হচ্ছে শয়তান ও যাদুকরের মধ্যকার এক চুক্তির নাম, যে চুক্তি অনুযায়ী একজন যাদুকর কিছু শিরক ও হারাম কাজে লিপ্ত হয় এবং এর বিনিময়স্বরুপ শয়তান তাকে সহযোগিতা করে এবং তার চাহিদা পূরণ করে ।
যাদুকর যাদুর মাধ্যমে মানুষ হত্যা, রোগ-ব্যধি সৃষ্টি, সহবাসে অক্ষমতা সৃষ্টি, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, দু’জন ব্যক্তির মাঝে প্রেম-ভালোবাসা তৈরী এবং পরষ্পরে শত্রুতাও সৃষ্টি করে থাকে ।
ইবনে কুদামা (রহ) বলেন, সিহর হচ্ছে এমন বাঁধন (গিট), ফুঁক বা বাক্যাবলীর নাম যা পড়া, লিখা বা ব্যবহারের দরুণ যাদুগ্রস্ত ব্যক্তির দেহ, মন বা মস্তিষ্ক প্রভাবিত হয় ।
ইবনুল কাইয়িম (রহ) বলেন, সিহর হচ্ছে যাবতীয় অশুভ আত্মার প্রতিক্রিয়ার সমন্বিত রূপ, যার মাধ্যমে মানবপ্রকৃতি প্রভাবিত হয় ।
ইমাম ফখরুদ্দিন রাযি (রহ.) বলেন, সিহর হচ্ছে সেসব বিষয় যার উৎস গোপন থাকে । অবাস্তব প্রতারণটাই তাতে প্রকাশ করা হয় এবং বাস্তবতাকে গোপন করা হয় ।
বহুল ব্যবহার ও প্রচলনের ভিত্তিতে যাদুকে মোটামুটি ১১টি ভাগে বিভক্ত করা যেতে পারে—
১) বিচ্ছেদের যাদু
২) ভালবাসার যাদু
৩) দৃষ্টিভ্রমের যাদু
৪) পাগলামীর যাদু
৫) একাকিত্ব ও দুর্বলতার যাদু
৬) অদৃশ্য আওয়াজের যাদু
৭) অসুস্থতার যাদু
৮) সাদাস্রাবের যাদু
৯) বিবাহ বন্ধের যাদু
১০) সহবাসে অক্ষমতার যাদু
১১) পুরুষ বা নারীর বন্ধ্যাত্বের যাদু