যার প্রাণ আছে তার রোগ-ব্যাধিও আছে । আর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিও ওয়া সাল্লাম বলেন, (ভাবার্থ) ‘প্রত্যেক রোগেরই ঔষধ আছে । রোগ অনুযায়ী উপযুক্ত ঔষধ নির্বাচন করা হলে আল্লাহ পাক আরোগ্য দান করেন । সহীহ মুসলিম : ২২০৪ ।
প্রাণ থাকার সুবাদে মনুষ্য প্রাণির ন্যায় চতুষ্পদ প্রাণিরও অসুখ-বিসুখ হয়ে থাকে । উভয় প্রাণির অসুখগুলোই দুই ক্যাটাগরির ।
- ১) নরমাল
- ২) প্যারা-নরমাল
নরমাল অসুখ বা রোগ-ব্যাধি বলতে আমরা বুঝি- মানুষের স্বভাবজাত রোগ ব্যাধি । যেমন, জ্বর, ঠান্ডা, কাশি, মাথাব্যাথা, মেরুদণ্ডে ব্যাথা, প্যারালাইসিস, বন্ধ্যাত্ব, যৌন অক্ষমতা, পেটে বাচ্চা মারা যাওয়া ইত্যাদি ইত্যাদি রোগ । এগুলো মানুষের স্বভাবজাত রোগ । কমবেশি এ সমস্ত রোগ সবারই হয়ে থাকে ।
মানুষের স্বভাবজাত এ সমস্ত রোগেরই যদি ডায়াগনোসিস করে বাহ্যিক কোনো কারণ খুঁজে না পাওয়া যায় এবং উপযুক্ত চিকিৎসা করেও আরোগ্য না হয় সেটাই প্যারানরমাল রোগ ।
অনেকে মনে করেন প্যারা-নরমাল রোগ মানেই চোখ বড় বড় তাকানো, বারবার ফিট পড়ে যাওয়া, শরীরে জিন উপস্থিত হয়ে বিভিন্ন কণ্ঠে আজগুবি সব কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি অস্বাভাকি বিষয়গুলোই শুধু প্যারা-নরমাল রোগ; আদতে ধারণাটি ভুল । যেকোন নরমাল রোগই ক্ষেত্রেবিশেষ, লোক বিশেষ প্যারানরমাল রোগে পরিণত হতে পারে ।
ধরুণ,
- রাগ করা মানুষের স্বভাবজাত একটি রোগ । এটাই কারো ক্ষেত্রে প্যারানরমাল রোগের লক্ষণ হতে পারে ।
- পেটে ব্যাথা করা একদমই কমন একটি সাধারণ রোগ; কিন্তু যাদুর রোগীর জন্য এটাই প্যারা-নরমাল ।
- সন্তান না হওয়া
- বিবাহ হতে বিলম্ব হওয়া
- আয়-রোজগাড়ে কমে যাওয়া
- বাগানের গাছগুলো মরে যাওয়া ইত্যাদি ইত্যাদি কমন ও সাধারণ রোগগুলোই সিম্পল-নরমাল ঘটনাও যেমন হতে পারে, আবার প্যারা-নরমালও হতে পারে । মানুষ এবং অন্যান্য প্রাণি, এমনকি প্রাণহীন বস্তু; সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য ।
উদাহরণস্বরূপ, আপনি একটি বাগান করলেন, শুরুতে দেখলেন খুব ভাল ফলন হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে । কয়েকদিন পরে হঠাৎই খেয়াল করলেন ফুলগুলো দিনদিন ঝড়ে যাচ্ছে । ফুলে ফল ধারণ করছেনা । হতে পারে আপনার ফসলে কোনো রোগ-ব্যাধি হয়েছে, অথবা মাটি উপযুক্ত নয়, অথবা আপনি অতিরিক্ত সার প্রয়োগ করে ফেলেছেন । এসব কিছুই নরমাল রোগ । তবে এমনটাও হতে পারে যে, আপনার ক্ষেতের উপরে কারো বদ-নজর লেগেছে, যেকারণে হঠাৎ করেই ফসলের এই অবস্থা ।
এই পরিস্থিতিটা শুধু আপনার ফসলের ক্ষেতের ক্ষেত্রেই নয়; আপনার গরুর ক্ষেত্রে হতে পারে, আপনার গাছের ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরি ইত্যাদি সকল ক্ষেত্রেই হতে পারে ।
শিরকি তাবিজ-কবজকে না বলুন ।
নরমাল এবং প্যারা-নরমাল উভয় রোগেই সুন্নাহ সম্মত রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করুন ।
-
মুফতী মুহাম্মাদ আল-আমীন
-
৩০/১২/২০ । বিকাল ৪টা ।