কুরআনের মু’জেযা (অলৌকিক ক্ষমতা)
কুরআনিক চিকিৎসার সুবাদে আল্লাহ অনেক চাক্ষুষ অলৌকিক ঘটনা দেখিয়েছেন ও দেখাচ্ছেন ।
ভিডিওর ভদ্রলোক দীর্ঘ কয়েক বছর পর্যন্ত মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছিলেন । এতটাই উগ্র ছিলেন যে, তাকে আলাদা ঘরে বন্দি করে রাখতে হতো, রোগীর বাবা-মা পর্যন্ত তার কাছাকাছি যেতে ভয় পেত । বেশিরভাগ সময়ই বস্ত্রহীন অবস্থায় থাকতো ।
তার বাবা আমার সাথে যোগাযোগ করেন এবং ২ মাসের ব্যবধানে দুটি রুকইয়াহ সেশন নেয়া হয় এবং রুকইয়াহ অডিও শুনতে দেয়া হয়। মাঝেমধ্যে গাফিলতি করে হলেও তারা পরামর্শ অনুযায়ী রুকইয়াহ চালিয়ে গিয়েছেন। রুকইয়াহ শুরুর ৪ মাসের মাথায় এসে রোগী এখন ৯৫% সুস্থ আলহামদুলিল্লাহ।
যে লোক সারাদিন গালাগালি করত, শরীর থেকে কাপড় খুলে রাখত, ভাত-পানি না খেয়ে থাকত, খাবার দিতে গেলে বা গোসল করাতে গেলে বাবা-মাকে পর্যন্ত মারধর করত, আলহামদুলিল্লাহ সে এখন নিজে নিজে খাবার খাচ্ছেন, গোসল করছেন, বাজারঘাটে গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা পর্যন্ত করছেন । সবই কুরআনের মু’জেযা ।
ফালিল্লাহিল হামদ ।