কপালে টিপ দেয়ার বিধান

কপাল হচ্ছে দেহের শ্রেষ্ঠ অংশ, যা দিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করা হয়। আফসোসের বিষয়, অনেক মুসলিম নারীর দেহের এ শ্রেষ্ঠ অংশটিকে পৌত্তলিক সংস্কৃতি দখল করে নিয়েছে। হিন্দু সংস্কৃতির অনুকরণে আজকাল মুসলমান নারীরাও কপালে টিপ দিতে শুরু করেছে।

যদিও এটিকে সৌন্দর্যের প্রতীক মনে করা হয়, কিন্তু আসলে এটা হচ্ছে পৌত্তলিক সংস্কৃতিকে বরণ করে নেওয়া।

প্রাচীন কালে হিন্দুধর্মে বিবাহের আটটি পদ্ধতির একটি ছিল নারী অপহরণ। হিন্দু দেবতা কৃষ্ণও কয়েকজন নারীকে অপহরণের মাধ্যমে বিয়ে করেছিলেন।

প্রাচীনকাল থেকে বিবাহিত হিন্দু নারীদের সিঁথিতে সিঁদুর দেওয়ার উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে, তার বিবাহ হয়ে গিয়েছে। সিঁথিতে সিঁদুর থাকলে কোনো নারীর অপহৃত হওয়ার ভয় থাকত না।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন – যে ব্যক্তি (ঈমান, আকিদা, সংস্কৃতি ও লেবাস-পোশাক এ) কোন দলের সাথে সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত ।

(সুনানে আবু দাউদ, ৪০৩১)

আরো বর্ণিত হয়েছে– সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে অন্যদের সাথে সাদৃশ্য রাখে ।

(সুনানে তিরমিজি, ২৬৯৫)

অপসংস্কৃতি থেকে আল্লাহ মুসলিম বোনদেরকে হেফাজত করুন । এবং তাদেরকে দ্বীনি সঠিক বুঝ দান করুন ।

error: Content is protected !!