প্রেসক্রিপশন : ইনফার্টিলিটি ও মিসক্যারেজ

যে সমস্ত রোগীরা ইনফার্টিলিটি ও মিসক্যারেজ (বন্ধ্যাত্ব ও গর্ভপাত) এর সমস্যায় ভুগছেন, কিন্তু ডায়াগনোসিস রুকইয়াহ করে ইনফার্টিলিটি ও মিসক্যারেজ এর পিছনে জিন, যাদু বা বদনজর ইত্যাদি কোন অসুবিধা খুঁজে পাওয়া যায়নি, তারা এই প্রেসক্রিপশের আমল করতে পারেন । তবে ডায়াগনোসিস রুকইয়াহ করে যাদের কোন সমস্যা চিহ্নিত হয়েছে তারা এই আমলের পাশাপাশি নিজ নিজ সমস্যা সংশ্লিস্ট আমলও করবেন । আল্লাহ পাক সকল নিঃসন্তান দম্পতিকে নেক সন্তান দান করেন । আমীন । 

তারিখ— ৩/২/২৫
ডায়াগনোসিস— unidentified
প্রেসক্রিপশন— ইনফার্টিলিটি ও মিসক্যারেজ, বন্ধ্যাত্ব ও গর্ভপাত থেকে রক্ষার আমল, বাচ্চা হওয়ার রুকইয়াহ, বাচ্চা হওয়ার কুরআনি আমল, বন্ধ্যাত্বের যাদু নষ্টের রুকইয়াহ

১। ফজরের পর থেকে সূর্য ওঠার আগে এবং আছরের পর থেকে সূর্য ডোবার আগে মাসনূন দোয়া পড়বেন।

https://muftialamin.com/masnun-dua/ প্রত্যেকটি দোয়া অবশ্যই লিংকে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যায় পড়বেন ।

২। সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর পূর্বে পড়া পানি পান করবেন। (আমাদের চিকিৎসাধীন রোগীেদের আমাদের পক্ষ থেকে পড়া পানি সরবরাহ করা হয় । যারা নিজেরা আমল করবেন, তারা এই প্রেসক্রিপশেনর ৭, ৯ এবং ১১ নম্বর পয়েন্টে আয়াতগুলো ৭ বার করে পড়া পানি প্রস্তুত করে নিবেন ।)

৩। প্রতি ফরজ নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি ও তিনবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়বেন । ঘুমানোর পূর্বে পড়া শেষে উভয় হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে নিবেন।

৪। যথাসম্ভব সর্বদা ওযূর সাথে থাকার আপ্রাণ চেষ্টা করবেন।

৫। দিনের যেকোনো সময় একবার নিম্নোক্ত লিংকের রুক‌ইয়াহ দুটি থেকে একেকদিন একেকটি রুক‌ইয়াহ শুনবেন।

৬। রাতের যেকোনো সময় একবার নিম্নোক্ত লিংকের রুক‌ইয়াহ দুটি থেকে একেকদিন একেকটি রুক‌ইয়াহ শুনবেন।

৭। যেকোনো এক ওয়াক্তের ফরজ নামাজের পরে (যথা সম্ভব) তলপেটে হাত রেখে নিম্নোক্ত আয়াতগুলো পড়বেন।

  • কনসিভ করার পূর্ব পর্যন্ত
    https://muftialamin.com/ayat-about-pregnancy/

    কনসিভ করার পর থেকে
    ১। সূরা আনআ’ম—৯৮
    ২। সূরা নাহাল—৭৯
    ৩। সূরা হজ্জ— ৫, ৬৫
    ৪। সূরা ফাতির—৪১
    ৫। সূরা মুলক—১৯

৮। গোসলের পানির সাথে সামান্য পড়া পানি এবং সাতটি বর‌ই পাতা বেঁটে মিশিয়ে তাতে নিম্নোক্ত আয়াতগুলো পড়ে ফুঁ দিবেন—

  • দরুদ শরীফ— ১ বার
    আয়াতুল কুরসি— ১ বার
    যাদু নষ্টের আয়াত
    সূরা আরাফ— ১১৭—১২২
    সূরা ইউনুস— ৮১ ও ৮২
    সূরা ত্বহা— ৬৯ (সবগুলো একবার করে।)
    চার কুল — (প্রতিটি তিনবার)
    দরুদ শরীফ— ১ বার

অতঃপর উক্ত পানি দিয়ে দিয়ে গোসল করবেন। প্রথম মগ পানি মাথার পিছনের অংশে ঢালবেন। বাকি গোসল স্বাভাবিক নিয়মেই করবেন। গোসল সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করুন— https://muftialamin.com/jadu-noste-boroi-pata/

৯। ফজর অথবা এশার পরে সাতবার সূরা ফাতিহা এবং তিনবার করে নিম্নোক্ত আয়াতগুলো পড়ে পানিতে ফুঁ দিয়ে রুচি মতো পরিমাণে মধু এবং কালোজিরার দানা মিক্স করে পান করবেন।

আয়াতুশ শিফা

১| সূরা তাওবা – ১৪
২| সূরা ইউনুস – ৫৭
৩| সূরা নাহাল – ৬৯
৪| সূরা বনী ইসরাঈল – ৮২
৫| সূরা শুআরা – ৮০
৬| সূরা হামীম সাজদা – ৪৪

১০। তাহাজ্জুদ বা যেকোনো এক ওয়াক্তের ফরজ নামাজের পরে আসমাউল হুসনা এবং ইসমে আযম পড়ে আল্লাহ পাকের কাছে নেক ও সুস্থ সন্তান চেয়ে মুনাজাত করবেন।

১১। যেকোনো এক ওয়াক্তের ফরজ নামাজের পরে নিম্নোল্লিখিত আয়াত ও দোয়া তিনবার করে পড়বেন। (কনসিভ করার আগ পর্যন্ত এমনিতেই পড়বেন। *কনসিভ করার পরে তলপেটে হাত রেখে পড়বেন।)

  • সূরা আন‌আম—১৭
  • সূরা ইউনুস—১০৭
  • সূরা আম্বিয়া— ৮৩, ৮৪, ৮৭
    সূরা নামল—৬২
    সূরা ক্বফ—২২
    সূরা ফুস্সিলাত ( হা মীম সাজদাহ)—২৯
  •  
  • দোয়া— امْسَحِ الْبَاسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشِّفَاءُ، لَا كَاشِفَ لَهُ إِلَّا أَنْتَ
    বাংলা উচ্চারণ— ইমসাহিল বা’সা রব্বান নাসি, বি-ইয়াদিকাশ শিফাউ, লা কাশিফা লাহু ইল্লা আনতা

১২। ৭, ৯ এবং ১১ নম্বর পয়েন্টে উল্লেখিত আয়াতগুলো পড়ার পরে কারো সাথে কথাবার্তা বলার আগে পড়া পানি, মধু এবং অলিভ অয়েলে ফুঁ দিয়ে রাখবেন । এবং গোসলের পরে নাভী থেকে উরু সন্ধি পর্যন্ত মালিশ করবেন ।

error: Content is protected !!