রুকইয়াহ’র জগত একটি মহাসমুদ্র । আপনি এমন এক শত্রুর বিরদ্ধে লড়াই করছেন যে আপনার সকল কলাকৌশল দেখছে, অথচ আপনি তার কোন কিছুই দেখছেননা । অদৃশ্য শত্রু । একেকটার শত্রুতা এবং ধোকাবাজির ধরণ ভিন্ন । সুতরাং যথেষ্ট লেখা-পড়ার মানসিকতা এবং সৎ-সাহস থাকলেই আপনি এ পথে পা বাড়াতে পারেন ।
একজন দক্ষ রাক্বী হতে হলে তাকে কমপক্ষে নিম্নোক্ত বিষয়াদি নিয়ে পড়তে হবে ।
১। হাদীসের কিতাবসমূহের—
— চিকিৎসা অধ্যায়
— রুকইয়াহ বা ঝাড়ফুঁক অধ্যায়
— নুশরাহ, তামীমা ও আলায়েক অধ্যায়
— দোয়া অধ্যায়
— ফাজায়েলে কুরআন অধ্যায়
— স্বপ্ন সম্পর্কিত অধ্যায়
২। আধুনিক ও প্রাচীন যুগে লিখিত নিম্নোক্ত বিষয়ের বইসমূহ—
— স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত বই
— উলূমুল কুরআন ও ফাজায়েলে কুরআন বিষয়ক বই
— শয়তান ও তার চক্রান্ত সম্পর্কে লিখিত বই
— রুকইয়াহ সম্পর্কিত বই
— জ্বীন সম্পর্কিত বই
— যাদু সম্পর্কিত বই
— বদনজর সম্পর্কিত বই
— তিব্বে নববী সম্পর্কিত বই
— দোয়া ও আমল সম্পর্কিত লিখিত বই
— মানসিক স্বাস্থ্য বিষয়ক লিখিত বই
পাশাপাশি যেহেতু রুকইয়াহ করার প্রধান অস্ত্র-ই হচ্ছে কুরআন তিলাওয়াত, সুতরাং আপনার তিলাওয়াতসম্পূর্ণ শুদ্ধ থাকলেই কেবল আপনি রাক্বী হওয়ার কথা ভাবতে পারেন ।
রুকইয়াহ’র মূল থিমটা সুন্নাহ থেকে প্রমানিত । রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরমা (রা.) রুকইয়াহ করেছেন, রুকইয়াহ’র সমর্থনও দিয়েছেন । তবে হাদীস শরীফে রুকইয়াহ সংশ্লিষ্ট বিষয়গুলো খুব সংক্ষেপে উল্লেখিত হয়েছে । অবশ্য সেখান থেকেই এনাফ পরিমান একটা মৌলিক ধারণা পাওয়া যাবে ।
মৌলিক বিষয়টা বুঝার পরে সেটাকে সামনে রেখে নিজ থেকেও কিছু বিষয় যুক্ত করে নেয়া যাবে । ক্ষেত্রবিশেষ যেমনটা করেছেন তাবেয়ীন, তাবে-তাবেয়ীন এবং পূর্ববর্তী যুগের ওলামায়ে উম্মাহ । তবে সেটা কখনোই কুরআন-সুন্নাহ’র বাহিরের কিছু হতে পারবেনা ।
সুতরাং প্রথমে আপনাকে রুকইয়াহ’র মূল থিমটা বুঝতে হবে । আর এজন্য রুকইয়াহ সংক্রান্ত হাদীসগুলো মুতালাআ’ করতে হবে । মূল বিষয়টা জেহেনে ধারণ করতে পারলে পরবর্তী সংযোজন-বিয়োজন আপনা-আপনিই বুঝে যাবেন—বি তাওফীকিল্লাহ্ ।
রুকইয়াহ সংক্রান্ত হাদীসগুলো সহজে খুঁজে পাওয়ার সুবিধার্থে, নিচে কিছু হাদীসের কিতাবসমূহের নাম ও অধ্যায় উল্লেখ করে দেয়া হল । উক্ত কিতাবসমূহেরর সংশ্লিষ্ট অধ্যায়সমূহ নির্ভরযোগ্য কোন আরবী শরাহ সামনে রেখে মুতলাআ করলে বেশি ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ্ ।
صحيح البخاري – كتاب الطب
سنن أبي داود – كتاب الطب
سنن ابن ماجة – كتاب الطب
صحيح مسلم – كتاب السلام – باب الطب
سنن الترمذي – أبواب الطب
مصنف عبد الرزاق – (1) باب العلائق (2) باب النشر وماجاء فيه
صحيح ابن حبان – (1) كتاب الطب (2) كتاب الرقى والتمائم
এছাড়াও আধুনিক যুগে লিখিত নিম্নোক্ত বই তিনটির মাধ্যমেও রুকইয়াহ সংক্রান্ক বেসিক বিষয়গুলো জানতে পারবেন। অনলাইনে সবগুলো বইয়েরই পিডিএফ উন্মুক্ত। সার্চ করলেই পেয়ে যাবেন।
١) وقاية الإنسان من الجن والشيطان
٢) الصارم البتار في التصدي للسحرة والأشرار
٣) فتح المغيث في السحر والحسد ومس إبليس
বিঃদ্রঃ বইগুলোর বাংলা আছে কিনা এমন প্রশ্ন করে লজ্জা ‘নিবেননা’ । আমার মতে, যেহেতু এ চিকিৎসা শাস্ত্রের মূল উৎস ভান্ডার (কুরআন ও হাদীস) আরবীতে, সেহেতু সঠিক ই’রাব দিয়ে আরবী ইবারাত পড়া ও অর্থ বুঝার যোগ্যতা যার নেই, তার রাক্বী হওয়ারও যোগ্যতা নেই । তার এ পেশায় না আসাই উচিত।