যাদু-টোনা, জ্বিনের অত্যাচার, শত্রুর ক্ষতি, ঘরের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তাসহ যেকোনো ক্ষতি থেকে নিরাপত্তা লাভের নিয়তে; মাসনূন আমলের পাশাপাশি হেফাজতের এ আয়াতগুলোর তিলাওয়াত খুবই উপকারী হবে ইনশাআল্লাহ ।
১) সূরা বাক্বারা – ২৫৫
২) সূরা ইউসুফ – ৬৪
৩) সূরা রা’দ – ১১
৪) সূরা হিজর – ১৭
৫) সূরা সাফ্ফাত – ৭
৬) সূরা আম্বিয়া – ৮২
৬) সূরা ফুস্সিলাত (হা মীম সাজদাহ) – ১২
৭) সূরা ত্বারিক – ৪