যাদুর একটি প্রকার রয়েছে ‘সিহরুত তাহয়ীজ’ তথা উত্তেজিতকরণ যাদু । যৌন উত্তেজনা জাগ্রত করে ভিক্টিমকে ফাহেশা কাজে লিপ্ত করানোই এ যাদুর মূল উদ্দেশ্য। বশীকরণ যাদুর সাথেও বেশিরভাগ ক্ষেত্রে এ যাদুটা করা হয়ে থাকে। বা ভিন্ন শব্দে বললে— এ যাদুর পাশাপাশি বশীকরণ যাদুও করা হয়ে থাকে। এর প্রভাবে ভিক্টিম নির্দিষ্ট ব্যক্তির প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা ও তার প্রতি ফাহেশা উত্তেজনা অনুভব করে।
অনেক সময় আবার রোগীর শরীরে থাকা আশিক জ্বীনও এ যাদুর আশ্রয় নিয়ে রোগীর মধ্যে এ উত্তেজনা তৈরি করে। তখন অবশ্য নির্দিষ্ট ব্যক্তির সাথে খারাপ কাজ করানো উদ্দেশ্য থাকেনা, বরং তাকে দিয়ে যেকোনোভাবে; যে কারো সাথে খারাপ কাজ করানো, বা ঘরে বসে একাকী খারাপ কাজে লিপ্ত করানোই উদ্দেশ্য থাকে। রোগীকে এহেন মারাত্মক নির্লজ্জ গুনাহে লিপ্ত করিয়ে জ্বীন শরীরে নিজের ঘাটি মজবুত করে এবং ভিক্টিমকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিজে পৈচাশিক আনন্দ উপভোগ করে। আবার কখনো রোগীর শরীরে উত্তেজনা তৈরি করে আশিক জ্বীন নিজেই রোগীর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার পথকে সুগম করে।
হাজারো চেষ্টা সত্ত্বেও যারা পর্ণ এডিকশন ও মাস্টারবেশন থেকে বের হতে পারছেন না, তাঁরা তাওবা-ইস্তেগফার ও এহেন জঘন্য কাজ থেকে বিরত থাকার দৃঢ় প্রতিজ্ঞার পাশাপাশি সিহরুত তাহয়ীজ নষ্টের রুকইয়াহ করলে ভয়াবহ এ গুনাহ থেকে ফেরা আপনার জন্য সহজ হবে— ইনশাআল্লাহ্।