About me

ব্যক্তিগত তথ্য


  • নাম: মুহাম্মাদ আল-আমীন

  • বংশ পদবী: হাওলাদার

  • জন্ম তারিখ: ১০ এপ্রিল ১৯৯৪ ইং

  • স্থায়ী ঠিকানা: উজিরপুর, বরিশাল।


দাম্পত্য জীবন

বিবাহিত। এবং দুই সন্তানের জনক— আলহামদুলিল্লাহ্ ।


শিক্ষাগত যোগ্যতা

  • তাকমিল (২০১৩) – দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম

  • ইফতা (২০১৫) – আল জামিয়াতুল আরাবিয়া নছিরুল ইসলাম, নাজিরহাট, চট্টগ্রাম

  • তাকমিল (২০১৮) – আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল ক্বওমিয়া


কর্মজীবনের অভিজ্ঞতা

১. মুহাদ্দিস – জামিয়া মাহমুদিয়া, বাগেরহাট (২০১৫ – ২০১৬)

জামিয়া মাহমুদিয়ায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনের শুভ সূচনা হয়। দেড় বছর শিক্ষতা শেষে ব্যক্তিগত কারণে প্রতিষ্ঠান ত্যাগ করি।

২. আরবী প্রভাষক – বরিশাল রওজাতুল জান্নাত কামিল মাদরাসা (২০১৬ – ২০২৩)

আলিয়া ও কওমীর সমন্বিত সিলেবাসে পরিচালিত একটি প্রাইভেট মাদরাসার কিতাব বিভাগে সাত বছর শিক্ষকতা।

৩. ইমাম ও খতীব – টার্মিনাল রোড জামে মসজিদ, উজিরপুর (২০১৭ – ২০১৮)

প্রায় দেড় বছর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন।

৪. ইমাম ও খতীব – মাক্কী জামে মসজিদ, বরিশাল বিসিক শিল্প নগরী (২০১৮ – ২০২৩)

পাঁচ বছরের বেশি সময় ইমামতি ও খুতবা প্রদান।

এছাড়া ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষাসচিব, উপদেষ্টা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি। এরমধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ:

  • মাদরাসাতুল হিকমাহ

  • মারকাযুল কুরআন

  • রওজাতুল উলূম


রুক‌ইয়াহ সংশ্লিষ্টতা

শাস্ত্র হিসেবে রুকইয়াহর সাথে প্রাথমিক পরিচয় ছাত্রজীবনে—২০১০/২০১১ সালের দিকে। প্রাথমিক স্তর থেকে পরিচয় আরও গভীর হয় ২০১৩ সালে, যখন হাটহাজারী মাদরাসায় দাওরায়ে হাদীসে অধ্যয়নরত ছিলাম। ২০১৫ সালে ছাত্রজীবন থেকে শিক্ষকতার জীবনে পদার্পণ করি। ছাত্রজীবন থেকেই সাধারণ ঝাড়ফুঁক করতাম, যার পরিধি কর্মজীবনে এসে কয়েকগুণ বৃদ্ধি পায়। অবশেষে ২০১৯ সালে রুকইয়াহ সেন্টার প্রতিষ্ঠা করে প্রফেশনাল সেবার যাত্রা শুরু করি।

error: Content is protected !!