বিবাহ বিচ্ছেদের যাদু

আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ও অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক বা বিবাহ বিচ্ছেদ । দেশে প্রতিবছরই বিবাহবিচ্ছেদের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে । সমাজ বিশ্লেষকগণ এর বিভিন্ন কারণ তুলে ধরলেও, এর অন্যতম প্রধান একটি কারণ ও তার প্রতিকার আলোচনার বাইরেই থেকে যাচ্ছে।

কারনটি উল্লেখ করার পূর্বে চলুন আপনাকে একটি হাদিস শুনাই।

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন— রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইবলীস পানির উপর তার আরশ স্থাপন করতঃ তার বাহিনী প্রেরণ করে। তন্মধ্যে তার সর্বাধিক নৈকট্য অর্জনকারী সে-ই যে সবচেয়ে বেশী ফিতনাহ সৃষ্টিকারী। তাদের একজন এসে বলে, আমি অমুক অমুক কাজ করেছি। সে বলে, তুমি কিছুই করনি। অতঃপর অন্যজন এসে বলে, আমি অমুকের সাথে সকল প্রকার ধোকার আচরণই করেছি। এমনকি তার থেকে তার স্ত্রীকে আলাদা করে দিয়েছি। তারপর শাইতান তাকে তার নিকটবর্তী করে নেয় এবং বলে হ্যাঁ, তুমি খুব ভাল।

রাবী আ’মাশ বলেন, আমার মনে হয় তিনি বলেছেনঃ অতঃপর শাইতান তার সাথে আলিঙ্গন করে। সহীহ মুসলিম, হাদীস নং ২৮১২ ।

হাদীসটি শোনার পরে আশাকরি আপনি বুঝতেই পেরেছেন যে, বিচ্ছেদের অনালোচিত গোপন সেই কারণটি হচ্ছে — “বিচ্ছেদের যাদু”

কুরআন মাজীদেও এ যাদুর কথা উল্লেখ করা হয়েছে। সূরাতুল বাক্বারায় ইরশাদ হয়েছে—

তথাপি তারা তাদের থেকে এমন জিনিস শিক্ষা করত, যা দ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। (সূরা বাকারা, ১০২)

স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদের যাদুর প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে— 

১) উল্লেখযোগ্য ও যৌক্তিক কোনো কারণ ছাড়াই একজন অপরজনকে সহ্য করতে না পারা ।

২) একে অপরের সংস্পর্শে আসলেই মাথাব্যথা শুরু হওয়া ।

৩) অন্য সবার সাথে ভালো ব্যবহার করলেও অনিচ্ছা সত্ত্বেও একে অপরের সাথে দুর্ব্যবহার করা ।

৪) একে অপরের প্রতি মাত্রাতিরিক্ত সন্দেহ পোষণ করা।

৫) সুশ্রী হওয়া সত্ত্বেও একজনের কাছে অন্যজনের চেহারা বিশ্রী মনে হওয়া ।

প্রাথমিক চিকিৎসা —

যেকোনো রোগ‌ই প্রথম দিকে চিহ্নিত করতে পারলে এবং চিকিৎসা শুরু করলে আল্লাহ চাহে তো সুস্থতা সহজ হয় । বিচ্ছেদের জাদুর বিষয়টিও তেমনি । উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে নিজেদের মধ্যে আলোচনা করে অন্যান্য সমাধান খোঁজার পাশাপাশি বিচ্ছেদের যাদু নষ্টের রুক‌ইয়াহ‌ও শুরু করা উচিত ।

বিশেষ অনুরোধ — বিবাহ বিচ্ছেদের ফাইনাল সিদ্ধান্ত নেয়ার পূর্বে অবশ্যই একবার রুক‌ইয়াহ করে দেখা উচিত।

error: Content is protected !!