যেকোনো রোগ মুক্তির নিয়তে “আয়াতুশ শিফা” এবং “আয়াতুত তাখফীফ” তিলাওয়াতের উপকারিতা বুজুর্গানে দীনের অভিজ্ঞতার আলোকে প্রমাণিত । ব্যথার কষ্ট লাঘবের জন্য “আয়াতুত তাখফীফ” এর উপকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য ।
আয়াতুশ শিফা—
- সূরা তাওবা, ১৪
- সূরা ইউনুস, ৫৭
- সূরা নাহাল, ৬৯
- সূরা বনী ইসরাঈল, ৮২
- সূরা শুআ’রা, ৮০
- সূরা হা-মিম সাজদা, ৪৪
আয়াতুত তাখফীফ—
- সূরা বাক্বারা, ১৭৮
- সূরা নিসা, ২৮
- সূরা আনফাল, ৬৬
এর পাশাপাশি একবার বা সাতবার সূরা ফাতিহা পড়লে আরো বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ্।
হাদীস শরীফে ইরশাদ হয়েছে — সূরা ফাতিহা সকল রোগের সুস্থতা। সুনানে দারেমী—৩৪১৩ ।
এছাড়াও সহীহ বুখারী এবং সহীহ মুসলিম শরীফে সকাল-বিকাল সাতবার সূরা ফাতিহা পড়ে পাগল ও জ্বীনগ্রস্থ রোগীর চিকিৎসার কথা বর্ণিত হয়েছে। দ্রষ্টব্য : সহীহ বুখারী — ৫০০৭, সহীহ মুসলিম —২২০১ ।