রুক‌ইয়াহ মানেই অডিও শোনা নয়; বরং প্রয়োজন ও অপারগতার ক্ষেত্রে এটি একটি রুক‌ইয়াহর দূর্বল বিকল্প!

হুযূর আমার বদনজরের সমস্যা কোন অডিওটি শুনবো, আমার জ্বীনের সমস্যা কোন রুক‌ইয়াহ শুনবো, যাদু নষ্টের জন্য কোন অডিও শুনলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো রাক্বীদের কাছে খুবই কমন প্রশ্ন। কমবেশি প্রত্যেক রাক্বীকেই এধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয়।

অনেকের ধারণা রুক‌ইয়াহ মানেই হচ্ছে অডিও শোনা। যেকারণে তারা অডিওর সাজেশন চেয়ে ম্যাসেজ করে থাকেন। অথচ অডিও হচ্ছে অপারগতার ক্ষেত্রে রুক‌ইয়াহর একটি দূর্বল বিকল্প।

  • কুর‌আনি চিকিৎসার মূল হচ্ছে, নিজের অসুস্থতার জন্য নিজেই তিলাওয়াত করা ও নিজেকে ঝাড়ফুঁক করা ।
  • অসুস্থতা, অজ্ঞতা বা অন্য কোনো কারণে নিজে তিলাওয়াত করতে অক্ষম হলে, অথবা হায়েজ-নিফাস, ফরজ গোসল ইত্যাদি শরয়ী কোনো বাধা থাকলে সেক্ষেত্রে নিজের তেলাওয়াতের শক্ত বিকল্প হচ্ছে অন্যের তেলাওয়াত শোনা এবং তার কাছ থেকে ঝাড়ফুঁক নেয়া।
  • একান্ত বিশেষ কোনো পরিস্থিতিতে নিজেও তিলাওয়াতে অক্ষম হলে, এবং সরাসরি অন্যের তেলাওয়াত শোনা ও ঝাড়ফুঁক নেয়ার সুযোগ না থাকলে, তখন এ ওজর থেকে বের হয়ে আসার ফিকির করার পাশাপাশি; ওজর থাকা অব্দি দূর্বল বিকল্প হিসেবে রুক‌ইয়া’র অডিও শোনা যেতে পারে।

তবে যথাদ্রুত সম্ভব ওজরের সমাধান করে ফেলবে। নূন্যতম দূর্বল বিকল্প থেকে শক্তিশালী বিকল্প হলেও গ্রহণ করার আপ্রাণ চেষ্টা করবে । অর্থ্যাৎ কুরআন তিলাওয়াতে অক্ষম হলে তিলাওয়াত শেখার ব্যবস্থা করবে, এবং যেহেতু কুরআন শিক্ষা করা কিছুটা হলেও সময়সাপেক্ষ, সে পর্যন্ত অন্য কারো কাছ থেকে তিলাওয়াত শোনার ব্যবস্থা করবে ।

মুখবন্ধঃ আমি রুক‌ইয়াহ অডিও শোনার বৈধতা কিংবা  উপকারিতা কোনোটাতেই আপত্তি তুলিনি । আমি শুধুমাত্র কুরআনে তিলাওয়াতে সক্ষম হওয়া সত্ত্বেও নিজে তিলাওয়াত না করে মোবাইলে রেকর্ডেড তিলাওয়াত শোনার ব্যাপারে আপত্তি করেছি , কিংবা তিলাওয়াতে অপারগতার ক্ষেত্রে সরাসরি  কারো তিলাওয়াত শোনার  সুযোগ থাকা সত্ত্বেও মোবাইলে রেকর্ডেড তিলাওয়াত শোনার ব্যাপারে আপত্তি করেছি । যাস্ট এতটুকু বুঝাতে চাচ্ছি যে, নিজে তিলাওয়াত করার বা সরাসরি কারো তিলাওয়াত শোনার  সুযোগ থাকা সত্ত্বেও রেকর্ডেড তিলাওয়াত শোনা অনুত্তম । পাশাপাশি এটি সুস্থতাকে বিলম্বিত করতে পারে ।

নতুবা প্রয়োজন ও অপারগতার ক্ষেত্রে চিকিৎসার উদ্দেশ্যে কুর‌আনের অডিও তিলাওয়াত শোনা নিঃসন্দেহে জায়েয । এবং শুধু জায়েয‌ই নয়, আল্লাহ চাইলে এতে চিকিৎসার পাশাপাশি ছ‌ওয়াব‌ও অর্জিত হবে ইনশাআল্লাহ্ । এবং চিকিৎসার ক্ষেত্রে এর উপকারিতা‌ও দিবালোকের ন্যায় স্পস্টভাবে প্রমানিত। আল্লাহর বহু বান্দা-বান্দী এর মাধ্যমে জ্বীন-যাদুর মারাত্মক মারাত্মক সমস্যা থেকে মুক্তি পেয়েছে। আমার নিজের রোগীদের মধ্যেও এরকম ডজন ডজন রোগী আছেন, যারা অডিও শুনে সুস্থ হয়েছেন।

আশাকরি সঠিক বিষয়টি বুঝাতে পেরেছি ।

error: Content is protected !!