তথাকথিক বিজ্ঞান বনাম কুরআন

যারা সুদ খায়, তারা তার ন্যায় (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। (সূরা বাকারা, ২৭৫)

উপরোক্ত আয়াতের মাধ্যমে এ কথা স্পস্ট প্রমানিত যে, জ্বীনের আছরের কারনে মানুষ পাগল হতে পারে । আমাদের রাক্বীদের কাছেও এর অসংখ্য অগণিত সাকসেসফুল কেস হিস্টোরি রয়েছে ।

বছর দুয়েক আগে একটি মেয়ে রোগীর চিকিৎসা করেছিলাম, সে মানসিক বিশেষজ্ঞের অধীনে চিকিৎসারত ছিল । লাগাতার ৬ মাস ঘুমের ঔষধ দেয়া হয়েছিল । বেশিরভাগ সময়ই ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হত । রোগীর মা, ভাই এবং মামা অচেতন অবস্থায় আমার কাছে নিয়ে এসেছিল । প্রথম সেশন রুকইয়াহ করার পরেই সে সজ্ঞানে নিজ পায়ে হেটে সেন্টার থেকে বাসায় গিয়েছে । সেদিন থেকেই মানসিক ডাক্তারের ঔষধ বন্ধ করতে বলেছি । আজ পর্যন্ত বিনা ঔষধেই দিব্যি সুস্থ ।

মেয়েটি ছিল কবরের যাদূতে আক্রান্ত । যাদূ কার্যকর করার জন্য নিয়োজিত জ্বীনটা দীর্ঘদিন শরীরের অবস্থান করতে করতে খাদিমুস সিহরের পাশাপাশি রক্তের আশিক হয়ে গিয়েছিল । সুযোগ পেলেই রোগী ব্লেড নিয়ে হাত কেটে রক্ত বের করত । এমন মারাত্মক সিচুয়েশনে কতবার যে রিস্ক নিয়ে হাত থেকে ব্লেড উদ্ধার করেছি— আল্লাহই ভালো জানেন । একবার তো রোগীর গলাতেই ব্লেড দিয়ে পোচ দিয়েছিল । আরেকবার আমাকেও পোচ দিতে নিয়েছিল আল্লাহ রক্ষা করেছেন- ফালিল্লাহিল হামদ ।

রোগীর অভিভাবকও যথেষ্ট ধৈর্যের সাথে আমার পরামর্শ অনুযায়ী ঠিকভাবে সকল আমল করেছিল । আর এতিম-অসহায় হওয়াতে আল্লাহর উপরে ভরসা করে আমিও কেসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম । যদিও অনেক সময় লেগেছিল তবে শেষ পর্যন্ত রোগী এখন পূর্ণ সুস্থ- আলহামদুলিল্লাহ ।

অতএব, ঝাঁড়-ফুককে (কুরআন সুন্নাহ সমর্থিত পদ্ধতিতে) অন্যান্য অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির সাথে তুলনা করা মূর্খতা ও কুরআন অস্বীকারের নামান্তর ।

ভুলে ভরা বারংবার থিওরি পরিবর্তিত বিজ্ঞান দিয়ে কুরআনকে নয়, শত চেষ্টা করেও হাজার বছর ধরে যার একটি শব্দকেও ভুল প্রমান করা যায়নি, সেই নির্ভূল ও অপরিবর্তিত কুরআন দিয়ে বিজ্ঞানকে মাপুন ।

আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন । আমীন।

FB IMG 1651587657466 https://muftialamin.com
error: Content is protected !!