বদনজরের লক্ষণসমূহ

১) ব্যবসা, চাকুরী, আয়রোজগারে কোনোভাবেই উন্নতি না হওয়া; দিন দিন সবকিছু কেমন অবনতির দিকে যাওয়া

২) পেশা সংশ্লিষ্ট কাজ যাতে ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে, সেটা করতে গেলেই ঝামেলা সৃষ্টি হওয়া বা অসুস্থ হয়ে যাওয়া

৩) কাজকর্মে মনোযোগ না বসা
৪) আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলা
৫) ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া
৬) কাজকর্মে ঘনঘন ভুল করা
৭) লাল চোখ ওয়ালা কিংবা বোরকা পরিহিত চোখ খোলা মানুষ স্বপ্নে দেখা

৮) মরা মানুষ স্বপ্নে দেখা বা নিজেকে মৃত দেখা
৯) অকারণেই কান্না আসা
১০) পারিবারিক জীবনে নিজেকে অসুখী মনে হওয়া

১২) বিয়ে বা বিয়ের প্রস্তাব বারবার ভেঙ্গে যাওয়া
১৩) একের পর এক বিভিন্ন ধরণের রোগ লেগে থাকা; একটা রোগ ভালো না হতেই আরেকটা শুরু হওয়া

১৪) শরীরে বিভিন্ন ধরণের অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে কোনো কোনো কারণ খুঁজে না পাওয়া

১৫) জ্বর, সর্দিকাশি, ডায়রিয়া ইত্যাদি সাধারণ রোগে দীর্ঘদিন আক্রান্ত থাকা এবং কোনো প্রকার ঔষধে কাজ না হওয়া

১৬) শরীরে জ্বর থাকা সত্বেও থার্মোমিটারে না ওঠা
১৭) জ্বর জ্বর ভাব থাকা
১৮) বমি বমি ভাব থাকা
১৯) ঘুম ঘুম ভাব থাকা
২০) খুব বেশি হাই ওঠা
২১) শরীর প্রায়ই দূর্বল থাকা
২২) হঠাৎ স্বাস্থ্য ভেঙ্গে পড়া
২৩) দিন দিন রোগাটে হতে থাকা
২৪) চেহারায় লাল বা কালো ছোপ ছোপ দাগ হওয়া

২৫) বুক ধড়ফড় করা
২৬) প্রায়ই দম বন্ধ হয়ে আসা
২৭) শরীরের ভেতর অস্থির লাগা
২৮) শরীরের বিভিন্ন জায়গার গোশতে গুটলির মতো অনুভব করা

২৯) ব্রণ বা অন্যান্য চর্মরোগের প্রকোপ বেড়ে যাওয়া

৩০) প্রচুর গ্যাষ্ট্রিক হওয়া যা পাওয়ারফুল ঔষধেও নিরাময় হয়না
৩১) ক্ষুদা মন্দা
৩২) খাবারে অরুচি
৩২) অতিরিক্ত চুল পড়া এবং ঔষধ বা শ্যাম্পু ব্যবহারে তেমন ফল না পাওয়া
৩৩) মাঝেমধ্যেই হাত-পায়ে ব্যথা করা বা পুরো শরীরে ব্যথা দৌড়ানো
৩৪) মাথা ঝিম ধরে থাকা
৩৫) কাঁধ, মাথার পিছনের অংশ বা উপরের অংশ ভার হয়ে থাকা

উপরোল্লেখিত লক্ষণগুলোর পাশাপাশি জিনের নজর লাগার বিশেষ কিছু লক্ষণ –

৩৬) কেহ না থাকা সত্তেও ‘আশেপাশে কেহ আছে’ সর্বদা এমনটা মনে হওয়া
৩৭) ছায়া চলাচল করতে দেখা
৩৮) রাতে ঘুম না হওয়া
৩৯) ওয়াসওয়াসা বেড়ে যাওয়া (এ বিষয়ে বিস্তারিত দেখুন ‘ওয়াসওয়াসা’ বিষয়ক পোস্টে)

উপরোল্লেখিত লক্ষণগুলোর পাশাপাশি বাচ্চাদের বদনজর লাগার বিশেষ কিছু লক্ষণ –

৪০) শিশুর খাবার খেতে না চাওয়া এবং সাধারণ কিছুতেই চমকে ওঠা
৪১) অহেতুক খুব ভয় পাওয়া
৪২) অস্বাভাবিক কান্নাকাটি করা

বিঃদ্রঃ ১) মনে রাখবেন, এ সমস্ত লক্ষণগুলো সব ওহীর মাধ্যমে প্রমাণিত নয় । বেশিরভাগই কেবল অভিজ্ঞতার আলোকে প্রমানিত; যা সঠিক হওয়ার পাশাপাশি অবশ্যই ভুল হওয়ারও সম্ভাবনা রাখে ।

বিঃদ্রঃ ২) উপরোল্লিখিত লক্ষণগুলোর ২/১ টা লক্ষণ হঠাৎ কখনো ২/১বার প্রকাশ পেলেই বদনজর বলে ধরে নেয়া যায়না । কারণ, এগুলোর মধ্য থেকে কিছু কিছু লক্ষণ জ্বিনের আছর, যাদু, অন্য কোন শারীরিক বা মানসিক রোগের কারনেও প্রকাশ পেতে পারে । অতএব, এগুলোর মধ্যে অধিকাংশ লক্ষণ প্রায়ই কারো মাঝে প্রকাশ পেলে এবং ডাক্তারি চিকিৎসায় কোন সমস্যা খুঁজে না পাওয়া গেলে; তার বদনজরে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে । (আল্লাহই ভাল জানেন)

error: Content is protected !!