সিহরুশ শাতাত (বিচ্ছেদের যাদু)

যাদুর অনেক গুলো প্রকারের মধ্যে একটি হচ্ছে ‘সিহরুশ শাতাতি ওয়াল ফিরাক’ সহজ বাংলায় বিচ্ছেদের যাদু । এই যাদু স্বামী-স্ত্রীর মাঝে যেমন হতে পারে, পরিবারের সদস্যদের মাঝেও করা হতে পারে । সন্তান ও পিতামাতার মধ্যে. ভাই ভাইয়ের মাঝে, বোনদের মাঝে, এক কথায় যেকোন দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদের নিমিত্তে এই যাদু করা হতে পারে ।

সুতরাং হঠাৎ করেই স্বামী-স্ত্রীর মাঝে অত্যাধিক মানোমালিন্য দেখা দিলে, ভাই ভাইয়ের মাঝে চরম দ্বন্দ দেখা দিলে সন্দেহ দূর করার জন্য হলেও যাদু নষ্টের রুকইয়াহ করা উচিত ।

বিচ্ছেদের যাদুর লক্ষণসমূহ জানতে এই পোস্টটি দেখুন । বিচ্ছেদের যাদু

 

 

error: Content is protected !!