দাম্পত্য জীবন

পরকীয়া ও রুকইয়াহ সমাধান

১) যেকোন ফরজ নামাজের পরে সূরা আম্বিয়ার ৯০নং আয়াতটি ৩/৭/২১ বা যত বেশি সংখ্যকবার সম্ভব তিলাওয়াত করে স্বামী/স্ত্রীর চারিত্রিক সংশোধনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে বেশি বেশি দোয়া করবেন ।  فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ ۚ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ (90) الأنبياء (21) ২) পরকীয়া পার্টনারের সাথে যেন আপনার স্বামী/স্ত্রীর দূরত্ব তৈরি হয় এবং তার প্রতি আকর্ষণ ও ভালবাসা নষ্ট হয়ে যায়;...

Continue reading...

হিতে বিপরীত । স্বামীকে বশ করার অব্যর্থ (!) কবজ (?)

স্বামীকে বশে রাখতে চায়না এমন স্ত্রী দুনিয়া তন্ন-তন্ন করে খুঁজলেও হয়ত পাওয়া যাবেনা । এমনকি আমাদের সম্মানিতা ‘মা’ রসূলুল্লাহ (স) এর পত্মীগণও এক্ষেত্রে আর দশজন মহিলাদের চেয়ে ভিন্ন ছিলেননা । স্বামী মুহাম্মাদ (স) এর একটু বেশি ভালবাসা পাওয়ার জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নিতে; তারাও পিছপা হননি । আর হবেন-ই বা কি করে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা-মানব, সর্বশ্রেষ্ঠ স্বামীর সঙ্গ পেতে কে-ই বা না চায়? বৈধ উপায়ে স্বামীর ভালবাসা অর্জন দোষের তো নয়ই বরং...

Continue reading...

দাম্পত্য মনোমালিন্য ও ভালবাসা

স্বামী-স্ত্রীর মধ্যকার মনোমালিন্য দূর হওয়া এবং পরস্পরের মধ্যে ভালবাসা সৃষ্টির নিয়তে নিম্নোক্ত আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন । ১) স্বামী/স্ত্রীর মনে আপনার প্রতি কোন বিদ্বেষ থাকলে তা যেন আল্লাহ দূর করে দেন— এই নিয়তে প্রতিদিন ফজর ও মাগরিবের পরে ৩/৭/২১ অথবা যতবার সম্ভব সূরা হিজর এর ৪৭নং আয়াত তিলাওয়াত করবেন । পাশাপাশি (সম্ভব হলে) পানি বা যেকোন খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়াবেন । এবং (সম্ভব হলে) আয়াতটি তিলাওয়াত করে তার বুকে...

Continue reading...
error: Content is protected !!