উম্মে সিবয়ান (أم الصبيان) বলতে কোন জ্বিনের অস্তিত্ব সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয় । এ সম্পর্কে বর্ণিত একমাত্র হাদীসিটি জ্বাল ।
(উক্ত হাদীসের রাবী (مروان بن سالم الغفاري) মাতরুক এবং (يحيى بن العلاء) হাদীস বানোয়াটের দোষে অভিযুক্ত ।)
তথাপি উক্ত হাদীসে বর্ণিত (أم الصبيان) শব্দ দ্বারা আদৌ (التابعة) উদ্দেশ্য এটাও চূড়ান্ত নয় । এ ব্যাপারে একাধিক মত রয়েছে ।
শৈশবকাল থেকে মানুষের সাথে বেড়ে ওঠে সহীহ হাদীসের আলোকে এমন একমাত্র জ্বিন হচ্ছে ‘ক্বারীন’ । এর বাহিরে (أم الصبيان) নামে কোন জ্বিন শৈশব থেকে মানুষের সাথে বেড়ে ওঠার কথা সহীহ হাদীসে পাওয়া যায়না ।