যাদু নষ্টের পানি তৈরি

যাদু নষ্টের পানি তৈরি করার জন্য নিম্নোক্ত সূরা ও আয়াতগুলো সাতবার, তিনবার বা সময়ের বিচেনায় যতবার সম্ভব উপরোক্ত আয়াতগুলো পাঠ করে পানিতে ফুঁ দিতে হবে । পানির পাত্র মুখের কাছাকাছি নিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হয় । যাতে করে  আয়াত তিলাওয়াতকালীন সৃষ্ট মুখের বাতাস সরাসরি পানিতে গিয়ে পৌঁছে । 

  • ১) দরুদ শরীফ (১ বার)
  • ২) সূরা ফাতিহা (৭ বার)
  • ৩) সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস (প্রত্যেকটি ৩ বার)
  • ৪) আয়াতুল কুরসী (১ বার)
  • ৫) সূরা ইউনূস ৮১ ও ৮২ নং আয়াত (৩ বার)

فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ (81) وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (82)

  • ৬) সূরা আ’রাফ ১১৮, ১১৯ ও ১২০ নং আয়াত (৩ বার)

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120)

  • ৭) সূরা ত্বহা ৬৯ নং আয়াত (৩ বার)

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ (69)

  • ৮) দরুদ শরীফ (১ বার)

বিঃদ্রঃ উক্ত পানির সাথে জমজম, বৃষ্টি ও গোলাপের পানি বা যেকোন একটা মিশিয়ে নিতে পারলে বেশি ভালো ।

error: Content is protected !!