তাকদীর ও বিয়ে বন্ধের যাদু — পর্ব এক

ভূমিকা—

১. প্রত্যেক নারী পুরুষই তাকদীরের শৃঙ্খলে বন্দি । মাখুলক্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আ’লামীন লাওহে মাহফুজে তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন । আর “বিবাহ” তাক্বদীরের অন্যতম একটি পার্ট ।

২. তাকদীর দু’প্রকার । এক প্রকারকে বলা হয়— “তাকদীরে মুবরাম” বা অপরিবর্তনীয় তাক্বদীর । আরেক প্রকারকে বলা হয়— “তাক্বদীরে মুআল্লাক্ব” বা পরিবর্তনীয় তাক্বদীর । তবে আমার আপনার জীবনের সাথে জড়িত তাক্বদীরের কোন অংশটুকু পরিবর্তনীয় ক্যাটাগরির তাক্বদীর; আর কোন অংশটুকু অপরিবর্তনীয় ক্যাটাগরির— আমাদের পক্ষে তা জানা সম্ভব নয় । যেকারণে তাক্বীদের যা আছে তাই হবে— এ কথা বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা ইসলামের শিক্ষা নয় । বরং ইসলাম আপনাকে শিক্ষা দেয়— আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাক্বদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে । তাক্বদীরে পজিটিভ থাকলে আপনার চেষ্টা ক্ববুল হবে, নতুবা আপনি ব্যর্থ হবেন । তবে তাক্বদীরে পজিটিভ আছে নাকি ব্যর্থতা আছে, চেষ্টা না করে যেহেতু সেটা যাচাই করার আর কোন উপায় নেই, সেকারণে আপনাকে অবশ্যই চেষ্টা করে যেতে হবে ।

৩. যে ক্যাটাগরির তাক্বদীর পরিবর্তনীয়, তা বিভিন্ন উপায়ে পরিবর্তন হতে পারে । নেক আমলের মাধ্যমে মন্দ থেকে ভালোতেও যেমন পরিবর্তন হতে পারে, তেমনি বদ আমলের মাধ্যমে ভালো থেকে মন্দতেও পরিবর্তন হতে পারে ।

যেমন ধরুন— হাদীস শরীফে আছে সাদাক্বাহ বিপদ-আপদ দূর করে দেয় । অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, তাক্বদীরে যদি বিপদ থেকেই থাকে! তা পরিবর্তন হবে কী করে? এর উত্তর হচ্ছে— পরিবর্তনীয় ক্যাটাগরির তাক্বদীরে বিপদ থাকলে তা সাদাক্বাহ এর মাধ্যমে কেটে যাবে ।

আবার ধরুন— আপনার তাক্বদীরে আজ কোন অসুস্থতা লেখা নেই, তার মানে আজকে আপনার সুস্থ থাকার কথা! কিন্তু এটি যদি পরিবর্তনীয় ক্যাটাগরির তাক্বদীর হয়ে থাকে, সেক্ষেত্রে অসতর্ক ভাবে রাস্তা পারাপারের সময় আপনি এক্সিডেন্ট করতে পারেন, যাদু করে সুস্থ আপনাকে কেহ অসুস্থ বানাতে পারে। কিন্তু সুস্থতা যদি অপরিবর্তনীয় হয়, সেক্ষেত্রে যত অসতর্ক অবস্থায়‌ই রাস্তা পার হোন না কেন, যত শক্ত যাদুই প্রয়োগ করা হোক না কেন! দেখা যাবে কোনো না কোনো অলৌকিক উপায়ে আপনি বেঁচে যাবেন।

তাক্বদীর বিষয়ক আলোচনা যদিও অত্যন্ত সূক্ষ্ম ও জটিল বিষয়, তবুও আশাকরি তাক্বদীরের প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে সামান্য একটু ধারণা দিতে পেরেছি।

মূল আলোচনা—

পরবর্তী পর্বে ইনশাআল্লাহ্ ।

error: Content is protected !!