‘সিহরুত তাসফীহ’ : অদ্ভুত প্রকারের এক যাদু

জাহেলী যুগের মায়েরা তাদের মেয়েদের বিয়েপূর্ব সতীত্ব রক্ষার জন্য এক ধরণের যাদুর আশ্রয় নিতো, আরবীতে যাকে বলে — ‘সিহরুত তাসফীহ’ ।

পাবলিক প্লেস তাই শব্দচয়ন সীমাবদ্ধতার কারণে যাদুটি কীভাবে কার্যকর করা হয়, জ্বীন কীভাবে বাঁধা প্রদান করে ইত্যাদি ইত্যাদি বিশদ বর্ণণা না দিয়ে সংক্ষেপে ধারণা দেয়ার চেষ্টা করবো ।

সিহরুত তাসফীহ — বিয়েপূর্ব সতীত্ব রক্ষার জন্য একজন পাহারাদার জ্বীনের মাধ্যমে এ যাদু সম্পাদন করা হয়। যতদিন পর্যন্ত না যাদু নষ্ট করা হবে, যাদুকর ততদিনের জন্য উক্ত জ্বীনকে ভিক্টিম মেয়ের সাথে আটক করে দেয় । ফলশ্রুতিতে জ্বীন মেয়েটির জরায়ুতে বসবাস করে এবং কারো সাথে স..বাস করা থেকে বাঁধা প্রদান করে। এরপরে মেয়েটির বয়স হলে এবং বিয়ে ঠিক হয়ে গেলে মায়েরা পূর্বের সেই যাদুকরের কাছে গেলে সে যাদু নষ্ট করে দেয়।

বিপত্তিটা তখনই বাঁধে যখন মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় যাদুটি নষ্ট করা প্রয়োজন পড়ে কিন্তু— স্থানান্তর, ঠিকানা হারিয়ে যাওয়া কিংবা মারা যাওয়া ইত্যাদি কারণে আগের যাদুকরকে (যাকে দিয়ে প্রথমে এ যাদু করানো হয়েছিল) খুঁজে পাওয়া না যায় । কারণ ভিন্ন যাদুকরের কাছে গেলে অনেকসময় সে পূর্বের যাদুকরের করা যাদু নষ্ট করতে পারেনা ।

অথবা পূর্বের যাদুকরকে খুঁজে পেলেও মেয়েটির সাথে দীর্ঘদিন থাকতে গিয়ে মায়ায় পড়ে বা অসৎ উদ্দেশ্য (!) হাসিলের জন্য তার সাথে থাকা জ্বীনটি আর যেতে চায় না। আবার অনেকসময় যাওয়ার কথা বলেও ঘাপটি মেরে থাকে । ফলাফল স্বরুপ মেয়েটির বিয়ের পরে স্বামী কাছে (!) যেতে চাইলে তখন ….. পথে বাঁধা সৃষ্টি করে। এবং বিবাহ পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার অশান্তি সৃষ্টি করে। যা অবশেষে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

এতদিন পর্যন্ত কিতাবাদিতে ও রুক‌ইয়াহ সংক্রান্ত বিভিন্ন আরবী ওয়েবসাইটে এ প্রকারের যাদুর কথা পড়েছি। এবং লিবিয়া ইত্যাদি দেশগুলোতে এ যাদুর ব্যাপক প্রচলন আছে বলে জানতাম। আমার ক্যারিয়ারে আজকেই প্রথম এ যাদুতে আক্রান্ত একজন ভিক্টিম পেলাম। যার হিস্ট্রি নিয়ে বুঝলাম যে, তাদের বংশের রানিং জেনারেশন এবং পূর্বের এক জেনারেশন এর অধিকাংশ মেয়েরাই এ যাদুতে আক্রান্ত।

স্মর্তব্য : যাদু করা‌ও যেমন কুফরী, যাদু কাটানোর জন্য যাদু গ্রহণ করাও তেমনি কুফরী, যাদু ছাড়া যাদু কাটানো যায়না এই বিশ্বাস রাখাও আরেক কুফরী। সকল প্রকার যাদু নষ্টের জন্য‌ই আল্লাহর কুরআন‌ই আমাদের জন্য যথেষ্ট—ইনশাআল্লাহ্।

error: Content is protected !!