যাদু নষ্টের গোসল

সাতবার, তিনবার বা সময়ের বিচেনায় যত বেশি সংখ্যকবার সম্ভব নিম্নোক্ত আয়াতগুলো পাঠ করে পানিতে ফুঁ দিবেন । অতঃপর উক্ত পানি দ্বারা এমনভাবে গোসল করবেন যেন মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটি জায়গায় উক্ত পানি পৌঁছে যায়।

নিজ নিজ রাক্বির পরামর্শ অনুযায়ী তিন দিন/সাত দিন অথবা রোগীর পরিস্থিতি বিবেচনায় তিনি যতদিনের পরামর্শ দিবেন ততদিন গোসল করবেন ।

বিঃদ্রঃ উক্ত পানির সাথে জমজম, বৃষ্টি ও গোলাপের পানি বা যেকোন একটা মিশিয়ে নিতে পারলে বেশি ভালো ।

১) দরুদ শরীফ (১ বার)
২) সূরা ফাতিহা (৭ বার)
৩) সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস (প্রত্যেকটি ৩ বার)
৪) আয়াতুল কুরসী (১ বার)

৫) সূরা ইউনূস ৮১ ও ৮২ নং আয়াত (৩ বার)

فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ (81) وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (82)

৬) সূরা আ’রাফ ১১৮, ১১৯ ও ১২০ নং আয়াত (৩ বার)

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120)

৭) সূরা ত্বহা ৬৯ নং আয়াত (৩ বার)

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ (69)

৮) দরুদ শরীফ (১ বার)

পেটের যাদু নষ্ট করার জন্য—

পেটের যাদু নষ্টের জন্য উপরের নিয়মে পানি পড়ে তা পেট ভরে পান করবে । এত বেশি পরিমানে পানি পান করবে যেন পানি পান করতে করতে বমি চলে আসে । বমি না আসলে প্রয়োজনে গলার মধ্যে আঙ্গুল দিয়ে হলেও বমি করার চেষ্টা করবে ।

পেটের যাদূ নষ্টের জন্য উপরোক্ত আয়াতগুলোর পাশাপাশি যত বেশিবার সম্ভব সূরা বাক্বারা তিলাওয়াত করলে খুব বেশি ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ ।

পেটের যাদু নষ্ট করা বিষয়ক আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত লিংকের পোস্ট দু’টি ফলো করুন ।

১) যাদু নষ্টে বরই পাতা

২) পেটের যাদু নষ্টে সোনাপাতা

 

error: Content is protected !!