যাদুর বহুল প্রচলিত প্রকারগুলোর মধ্যে সিহরুল মা’কুল তথা খাওয়ানোর যাদু এবং সিহরুল মাশরুব তথা পান করানোর যাদু অন্যতম । খাবার এবং পানীয় উভয়টাই যেহেতু পেটে গিয়ে পৌঁছে, সেকারণে এই দুই প্রকার যাদুকে উচ্চারণ সুবিধার্থে আমরা পেটের যাদু বলে প্রকাশ করে থাকি ।
পেটের যাদু নষ্টের জন্য সোনাপাতা খুবই উপকারী একটি ভেষজ । সোনাপাতার আরবী নাম ‘সানা’। পৃথিবীর বিভিন্ন দেশেই এই পাতা জন্মে, তবে যাদু নষ্টসহ পেটের অন্যান্য চিকিৎসায় মক্কায় জন্মানো সোনাপাতা সবচেয়ে বেশি কার্যকরী । মক্কার সোনাপাতাকে ‘সানা মাক্কী’ নামে প্রকাশ করা হয় ।
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন বস্ততে যদি মৃত্যুর ঔষধ থাকত, তবে তা থাকত সানায় (সোনাপাতায়) । তিরমিজী-২০৮৭)
পেটের যাদু নষ্টের জন্য সোনাপাতার বিভিন্ন রকমের রেসিপি রয়েছৈ । সমস্যার ধরণ এবং রোগীর বয়স অনুযায়ী একেকজনের জন্য একেকটা পারফেক্ট । সবচেয়ে বেশি ভালো হবে ভেষজ সম্পর্কে অভিজ্ঞ কোন হেকিমের সাথে পরামর্শ করে সোনাপাতার রেসিপি ও ডোজ ঠিক করে নেয়া । তবে যতগুলো রেসিপি আছে তার মধ্যে দুইটি রেসেপি বেশি সহজ ও কার্যকরী ।
১) ৪০ গ্রাম পরিমান ঘি সমপরিমান মধুর সাথে মিক্স করবে, অতঃপর ৩ থেকে ১০ গ্রাম সোনাপাতা ভালোভাবে পাটায় পিষে চূর্ণ করে সেই মধুর সাথে ভালোভাবে মিক্স করে খেয়ে নিবে । এই রেসিপিটি সবচেয়ে উত্তম । ইবনে মাজাহ শরীফে সোনাপাতা সম্পর্কে বর্ণিত হাদীসে এর ইঙ্গিত পাওয়া যায় । যেখানে রসূলুল্লাহ (স.) ইরশাদ করেছেন – অবশ্যই তোমাদের ‘সানা এবং সান্নূত’ ব্যবহার করা উচিত। কারণ তাতে ‘সাম’ ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ! ‘সাম’ কী? তিনি বলেনঃ ‘মৃত্যু’। ( হাদীসনং-৩৪৫৭)
হাদীসে উল্লেখিত ‘সানা’ শব্দের অর্থ তো সোনাপাতা, যা উপরেও উল্লেখ করা হয়েছে । তবে ‘সান্নূত’ শব্দের অর্থ কি এ বিষয়ে ৮টি মত রয়েছে । তন্মধ্যে ৮ নম্বর এবং সর্বাধিক গ্রহনযোগ্য হলো, ‘সান্নূত’ অর্থ ঘী রাখার চামড়ার পাত্রে রক্ষিত মধু। সুতরাং হাদীসে উল্লেখিত ‘সান্নূত’ শব্দ দ্বারা এই রেসিপির প্রতি ইঙ্গিত পাওয়া যায় ।
২) ৩ থেকে ১০ গ্রাম বা হাতুর তালুতে যে পরিমান সোনাপাতা নেয়া যায় সে পরিমান পাতা রাতের বেলা ১ লিটার পানিতে ভিজিয়ে রাখবে । সাথে একদমই সামান্য কয়েকটি কালোজিরার দানাও দিতে পারে । এর পরে এগুলোকে সারারাত ভিজিয়ে রাখবে । সকাল বলে পাতাগুলোকে উথলানো পর্যন্ত চুলায় জ্বাল দিবে । ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিবে । ঠান্ডা হয়ে গেলে প্রথমে ভালোভাবে ছেকে নিবে । মিষ্টতা আনার জন্য সাথে প্রয়োজনীয় পরিমান মধু মিক্স করে নিলে ভালো । এভাবে প্রস্তুত হয়ে যাওয়ার পরে খালি পেটে ১-৩ গ্লাস পানি করবে ।
বিঃদ্রঃ সোনাপাতার সাথে যাদু সংক্রান্ত আয়াত এবং পেট ও খাদ্য-পানীয় সংক্রান্ত আয়াতগুলো পাঠ করে রুকইয়াহ করে নিলে বেশি উপকারিতা পাওয়া যাবে ইনশাআল্লাহ ।
সতর্কতাঃ সম্ভব হলে সোনাপাতা ব্যবহারের পরে আধা ঘণ্টা বা যতটুকু সময় সম্ভব রোদে হাটাচলা করতে পারলে ভালো । এবং সেটি খালিপায়ে হলে আরো বেশি ভালো । এবং পরবর্তী কিছু সময় পর্যন্ত অলস বসে না থেকে কাজ কর্মে লিপ্ত থাকা উচিত।
১২ বছরের কম বয়সী বাচ্চা এবং গর্ভবতী বা ব্রেস্ট ফিডিং করায় এমন মায়েরা সোনাপাতা ব্যবহার করবেনা । যাদু নষ্ট না হওয়া পর্যন্ত প্রতি মাসে কমপক্ষে একবার সোনাপাতা ব্যবহার করবে । মাসে একবার সোনাপাতা ব্যবহার করা সকলের জন্যই উপকারি ।
অসুস্থদের জন্য ডাক্তার ডোজ ঠিক করে দিবেন । খুব বেশি সমস্যা হলে একদিন পরে একদিন সোনাপাতা ব্যবহার করা যাবে । তবে কোনভাবেই লাগাতার এক সপ্তাহের বেশি এটা ব্যবহার করবেনা ।