সিহরুল আ’ঈলা বা পারিবারিক যাদু

যাদের ঘরে ঠুনকো কারণে বা অকারণেই সারাদিন অশান্তি, অস্থিরতা ও ঝগড়াঝাঁটি লেগেই থাকে— তাদের উচিত বেশি বেশি সূরা বাক্বারার আমল করা । এটি পারিবারি যাদুর অন্যতম লক্ষণ । আর সূরা বাক্বারার আমল যাদু নষ্ট ও ঘর থেকে জ্বীন-শয়তান তাড়ানোর জন্য অনেক বেশি কার্যকরী— যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত ।

পারিবারিক যাদু, মানুষ এবং জ্বীনের হিংসা ও বদনজরের কারণে সাধারণত এমনটা হয়ে থাকে । আবার কখনো কখনো পুরানো বাড়ি হলে বা ঘরে জ্বীন দ্বারা আক্রান্ত রোগী থাকলে— জ্বীনের কারণেও এমনটা হতে পারে ।

এই সমস্যা থেকে মুক্তি পেতে সম্ভব হলে ঘরে দৈনিক একবার পূর্ণ সূরা বাক্বারা তিলাওয়াত করতে হবে । অথবা কমপক্ষে প্রতি তিনদিনে একবার পূর্ণ সূরা বাক্বারা পড়তে হবে । একান্তই পূর্ণ সূরা পড়া সম্ভব না হলে কমপক্ষে দৈনিক একবার সূরা বাক্বারার শেষ দুই আয়াত তিলাওয়াত করতে হবে এবং পুরো সূরা বাক্বারার অডিও প্লে করতে হবে ।

ঘরে পারিবারিক যাদু, বদনজরের সমস্যা বা জ্বীনের আনাগোনা থাকলে এই সূরার বরকতে আল্লাহ পাক এসব সমস্যা থেকে হেফাজত করবে— ইনশাআল্লাহ্ ।

৥ ঘর থেকে যাদুর প্রভাব দূর করা ও জ্বীন-শয়তান তাড়ানোর ক্ষেত্রে সূরা বাক্বারার ফযীলত ও আমল পদ্ধতি; আরো বিস্তারিত এবং রেফাসেন্সসহ জানতে আগ্রহী পাঠকগণ এখানে ক্লিক করে পূর্ব প্রকাশিত লেখাটি পড়ে নিতে পারেন ।

error: Content is protected !!