আমাদের সেবাসমূহ

 রুকইয়াহ কীসের জন্য এবং কীসের জন্য নয়! এ বিষয়টিই অনেকের কাছে ক্লিয়ার নয় । অনেক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করে— পছন্দের মানুষকে বিয়ে করার জন্য রুকইয়াহ করতে চান, অনেকে আবার হারানো জিনিস খুঁজে পাওয়া বা পাওনা টাকা আদায়ের জন্য রুকইয়াহ করতে চান, কেউবা সন্তান বা স্বামী/স্ত্রীকে বশ করার জন্য রুকইয়া করতে চান— তাদের উদ্দেশ্যেই আজকের এই আলোচনা । 

প্রশ্ন— কোন কোন রোগ বা সমস্যার জন্য রুকইয়াহ চিকিৎসা করা হয়?

উত্তর— সংক্ষিপ্ত উত্তরটি দেয়ার পূর্বে আপনাকে জানানো সমীচীন মনে করছি যে, প্যারানরমাল সমস্যার মূলত তিনটি ক্যাটাগরি রয়েছে । যথা—

  • ১। জ্বীন
  • ২। যাদু
  • ৩। বদনজর বা হিংসা
প্রত্যেকটির আবার বিভিন্ন প্রকার বা সাব-ক্যাটাগরি রয়েছে। জ্বীনের ক্যাটাগরি যেমন—
  • আশিক জ্বীন
  • যাদুর খাদেম জ্বীন
যাদুর ক্যাটাগরি যেমন—
  • বিবাহ বন্ধের যাদু
  • বিবাহ বিচ্ছেদের যাদু
  • সন্তান না হওয়ার যাদু
  • হত্যার যাদু
বদনজরের ক্যাটাগরি যেমন—
  • মানুষের বদনজর
  • জ্বীনের বদনজর
জ্বীন, যাদু ও বদনজরের মাধ্যমে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিভিন্ন সমস্যা ও রোগব্যাধি  সৃষ্টি হতে পারে । এগুলোর মাধ্যমে সৃষ্টি হতে পারে এমন কিছু কমন শারীরিক রোগ যেমন—

পেটে ব্যাথা > যেকোনো প্রকারের যাদুই যখন কিছু খাওয়ানো বা পান করানোর মাধ্যমে কার্যকর করা হয়, অথবা জ্বীন যখন স্বপ্নে রোগীকে যাদুর বস্তু খাওয়ায়, তখন রোগীর পেটে ব্যাথা হবে। যা ডাক্তারি কোনো চিকিৎসায়‌ই স্থায়ী ভালো হবে না।

মাথা ব্যাথা > জ্বীনের বদনজর থাকলে অথবা শরীরে জ্বীন লুকায়িত থাকলে প্রচণ্ড মাথা ব্যাথা হতে পারে। 

জ্বর জ্বর ভাব যা থার্মোমিটারে উঠে না > বদনজরের কারণে এ সমস্যাটি হতে পারে ।

এছাড়াও জ্বীন, যাদু ও বদনজরের কারণে সন্তান না হওয়া, বাচ্চাদের কান্নাকাটি, খাবারে অরুচি, শরীর শুকিয়ে যাওয়াসহ আরো বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে।

কমন কিছু মানসিক রোগ যেমন—

একাকীত্ব, মেজাজ খিটখিটে থাকা, আত্মহত্যা প্রবণতা, কাউকে সহ্য করতে না পারা, ঘুম না আসা, অকারণে হাসি-কান্না আসা, বিয়ে করতে রাজি না হওয়া ইত্যাদি সহ আরো বিভিন্ন সমস্যা হতে পারে।

কমন কিছু আধ্যাত্মিক রোগ যেমন—

ইবাদাতে মনোযোগ না থাকা, ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ আদায় করতে না পারা, নামাজে দাড়ালে কেহ ধাক্কা দিচ্ছে এমনটা অনুভব হ‌ওয়া, বিয়ে করতে না চাওয়া, বিয়ের প্রস্তাব বারবার ভেঙে যাওয়া ইত্যাদি ইত্যাদি।

আমাদের সেবা—

জ্বীন, যাদু ও বদনজরের মূল ক্যাটাগরি বা সাব-ক্যাটাগরি যেটাই হোক, এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরণের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা মূলত এসব সমস্যার চিকিৎসা করে থাকি । এক কথায় বললে— আমরা জ্বীন, যাদু ও বদনজর এবং এগুলোর মাধ্যমে সৃষ্ট সকল শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সমস্যার চিকিৎসা করে থাকি । 

error: Content is protected !!