রাতে জ্বিনের সেক্সুয়াল অ্যাবিউস বা যৌন হ্যারাজমেন্ট
অস্বস্তিকর; তবে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনা । লজ্জায় কারো কাছে শেয়ার করতে না পেরে অনেক বোনেরা মুখবুজে এ নির্যাতন সয়ে যাচ্ছেন । ঘুমালেই অনেকের সাথে আপত্তিকর এসব ঘটনাগুলো ঘটছে । এবং শুধু মেয়েদের বেলায়ই নয়, অনেক ছেলেরাও মহিলা জ্বীন কর্তৃক এ জুলুমের শিকার হচ্ছেন ।
যারা এ ধরনের সমস্যা ফেইস করছেন, দিনে কিংবা রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত নিম্নোক্ত আমল করে নিলে আশাকরি এই জাতীয় সমস্যা থেকে আল্লাহ্ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ্ ।
ঘুমের পূর্বে করণীয়ঃ
- সম্ভব হলে রুকইয়াহ’র গোসল করে নতুবা অবশ্যই অযূর সহিত ঘুমানো
- ঘুমানোর পূর্বে নিজ হাতে বিছানা ঝেড়ে নেয়া
- তাহাজ্জুদে জাগ্রত হওয়ার নিয়তে ঘুমানো
- বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়া
- একাকী না ঘুমিয়ে কাউকে সাথে নিয়ে ঘুমানো
আমল পদ্ধতিঃ
- নিম্নোল্লেখিত দোয়া দু’টি – ৭ বার
- আয়াতুল কুরসী – ১ বার
- সূরা বাক্বারার শেষ দুই আয়াত – ১ বার
- তাসবীহে ফাতিমী (৩৩বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার)
পাঠ করে প্রথমে নিজের গায়ে ফুঁ দিবেন, অতঃপর পানিতে ফুঁ দিয়ে উক্ত পানি কিছুটা নিজের গায়ে ছিটিয়ে বাকিটা বিছানায় ও খাটের আশাপাশে ছিটিয়ে দিবেন । আল্লাহ চাইলে এই আমলের মাধ্যমে উপরোক্ত সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ্ ।
বিঃদ্রঃ ন্যাচারাল গোলপজ্বল, জমজম কিংবা বৃষ্টির পানি অথবা এগুলো মিশ্রিত পানি হলে বেশি ভালো ।
দোয়াঃ
بِاسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي، اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَاخْسَأْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى
বাংলা উচ্চারণ— বিসমিল্লাহি ওয়াদা’তু জামবী, আল্লাহুম্মাগফিরলী যামবী, ওয়াখসা’ শাইত্বনী, ওয়া ফুক্কা রিহানী, ওয়াজ-আলনী ফিন-নাদিয়্যিল আ’লা ।
অর্থ— আল্লাহর নামে আমার পার্শ্বকে (শরীরকে) রাখলাম (বিছানায়), হে আল্লাহ! আপনি আমার গুনাহসমূহকে ক্ষমা করে দিন, এবং আমার (থেকে) শয়তানকে লাঞ্চিত করে (তাড়িয়ে) দিন, এবং আমাকে (ঋণ থেকে) দায়মুক্ত করুন, এবং আমাকে উচ্চতায় (আসমানে) বসবাসকারীদের (ফেরেশতাদের) কাতারে অন্তর্ভূক্ত করে দিন । (আবু দাউদ-৫০৫৪)
بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ— বিসমিকা রব্বী, ওয়াদা’তু জামবী, ইন আমসাকতা নাফসী; ফারহামহা, ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহী ইবাদাকাস সালিহীন ।
[বাংলা কিংবা অন্য কোন ভাষায় কখনোই আরবীর সঠিক উচ্চারণ প্রকাশ করা সম্ভব নয় । অবশ্যই কারো কাছ থেকে শুদ্ধ উচ্চারণ শিখে নিবেন ।]
অর্থ— হে আমার প্রতিপালক! আপনার নামে আমার পার্শ্বকে (শরীরকে) রাখলাম (বিছানায়) আর আপনার নামেই তা (শরীরে) উঠাবো (বিছানা থেকে), যদি আপনি আমার প্রাণকে (দেহের বাহিরে) আটকে রাখেন (মৃত্যু দেন) তাহলে তার প্রতি আপনি দয়া করুন, আর যদি (পুনরায়) আপনি তাকে (দেহের প্রতি) ফিরিয়ে দেন তাহলে তাকে আপনি হেফাযত করুন; যেভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাযত করে থাকেন । (বুখারী-৬৩২০)
যাদের সমস্যা আরো বেশি এক্সট্রিম লেভেলেরঃ
অর্থ্যাৎ যারা জ্বীন কর্তৃক সরসারি…….শিকার হন, তারা উপরের আমলের পাশাপাশি নিম্নোক্ত আয়াত ও দোয়া পাঠ করে অলিভ অয়েলে ফুঁ দিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত মালিশ করবেন । সালোয়ার এর নিচে পরিধেয় ছোট পোশাকে হালকা থুথুর সাথে তিনবার ফুঁ দিয়ে উক্ত পোশাক পরিধান করে ঘুমাবেন । পাশাপাশি বাখূর কিংবা ন্যাচারাল আগরবাতিতে ফুঁ দিয়ে, ঢিলেঢালা সালোয়ার ইত্যাদি পড়ে দুই পায়ের মাঝে রেখে ধোঁয়া নিবেন ।
- আয়াতুল কুরসি – ৭বার
- সূরা ইয়াসিন এর ৯নং আয়াত – ৩বার
- সূরা আর রহমান ৫৬, ৫৭, ৭২ থেকে ৭৫
- সূরা বুরুজ এর ১০নং আয়াত – ১০ বার
- “বিসিমিল্লাহি তুরবাতু আরদিনা, বি-রীকাতি বা’দিনা, লিইউশফা বিহী সাক্বীমুনা, বি-ইযনি রব্বীনা” – এই দোয়াটি ৩বার
বিঃদ্রঃ এটি একটি সাময়িক ও তাৎক্ষনিক সমাধান । স্থায়ী সমাধানের জন্য অবশ্যই রুকইয়াহ চিকিৎসা গ্রহণের মাধ্যমে জ্বীনকে পিছু ছাড়াতে হবে । আর যারা অলরেডি রুকইয়াহ করছেন, তারা রুকইয়াহ চালিয়ে যাওয়ার পাশাপাশি এই আমলটি করবেন ।