চাঁদ দেখার দোয়া

নবী কারীম (স.) চাঁদ দেখে নিম্নাক্ত দোয়া পাঠ করতেন-
 
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বী ওয়া রব্বুকাল্লাহু
(সুনানে দারিমী ১৭৩০)
 
মুসনাদে আহমদ (১৩৯৭) ও সুনানে তিরমিযী (৩৪৫১) এর বর্ণনায় বিল-আমনি এর পরিবর্তে ‘বিল-ইউমনি’ এসেছে । যেকোন একভাবে পড়লেই হবে ইনশাআল্লাহ্ ।
 
আবু দাঊদের (৫০৯২) বর্ণনায় দুয়াটি এভাবে এসেছে-
 
হিলালু খাইরিন ওয়া রুশদিন, হিলালু খাইরিন ওয়া রুশদিন, হিলালু খাইরিন ওয়া রুশদিন, আমানতু বিল্লাযি খ-লাক্বাকা (তিনবার), অতপঃর বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযি যাহাবা বি-শাহরি কাযা (এখানে যে মাসের চাঁদ অস্ত যাচ্ছে সে মাসের নাম বলতে হবে), ওয়া যা-আ বি-শাহরি কাযা (এখানে যে মাসের নতুন চাঁদ উদিত হচ্ছে সে মাসের নাম বলতে হবে) ।
error: Content is protected !!