মাসনূন দোয়া

সকাল-সন্ধ্যার মাসনূন দোয়া

১। আঊযু বি-কালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিং শার্রী মা-খলাক্ব— (৩বার)

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

২। বিসিমল্লাহিল্লাযি লা ইয়াদুর্রু মাআ’সমিহী শাইউং ফিল আরদি ওয়ালা ফিস-সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম— (৩বার)

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ العَلِيمُ

৩। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু; ওয়া লাহুল হামদু; ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর— (১০০ বার)

لا إلهَ إلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ

৪। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম— (৭বার)

حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

৫। আয়াতুল কুরসি (১ বার)

৬। সূরা ইখলাস, ফালাক ও নাস— (৩ বার)

রাতের ঘুমের আমল

১। আয়াতুল কুরসী

২। সূরা বাক্বারার শেষ দুই আয়াত

৩। সূরা কাহাফ এর শেষ আয়াত

৪। সূরা ইখলাস, ফালাক ও নাস— (৩ বার)

৫। তাসবীহে ফাতিমীঃ ৩৩বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লাহ, ৩৪বার আল্লাহু আকবার

৬। ঘুমের দোয়াঃ আল্লাহুম্মা বিসমিকা আমূতু, ওয়া আহইয়া

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

টয়লেটে প্রবেশর দোয়া

১। বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবাঈছ

بِسْمِ اللهِ، اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث

পানাহারের দোয়া

১। বিসমিল্লাহ্ (بِسْمِ اللهِ)

error: Content is protected !!