ইসমে আ’যম 

ইসমে আ’যম— যা দ্বারা দুয়া করলে আল্লাহ সে দুয়া ক্ববুল করেন, এবং কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন ।

সুনানু আবি দাঊদ— ১৪৯৩, সুনানুত তিরমীযি—৩৫৪৪, সুনানু ইবনে মাজাহ— ৩৮৫৭, ৩৮৫৮, মুসনাদে আহমাদ—১৩৫৭০, ১৩৭৯৮।

বিভিন্ন হাদীসে ইসমে আ’যমের বিভিন্ন বাক্যের কথা উল্লেখ রয়েছে । তন্মধ্য থেকে সিহাহ সিত্তা ও মুসনাদে আহমাদে বর্ণিত সাতটি বাক্য এখানে উল্লেখ করা হলো ।

১) সুনানু আবি দাঊদ— ১৪৯৬

وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَّا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ، الم، اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

বাংলা উচ্চারণ— ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা-ইলাহা ইল্লা হুওয়ার রহমানুর রহীম, আলিফ লা-ম মী-ম, আল্লাহু লা-ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম ।

২) সুনানু আবি দাঊদ— ১৪৯৩

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

বাংলা উচ্চারণ— আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহ্ লা-ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদ, আল্লাযী লাম-ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ ।

৩) সুনানুত তিরমীযি—৩৫৪৪

اللَّهُمَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

বাংলা উচ্চারণ— আল্লাহুম্মা লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদী-উ’স সামাওয়াতি ওয়াল আরদি যাল-জালালি ওয়াল ইকরাম।

৪) সুনানু ইবনে মাজাহ— ৩৮৫৭

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

বাংলা উচ্চারণ— আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্নাকা আংতাল্লাহুল আহাদুস সামাদ, আল্লাযী লাম-ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ ।

৫) সুনানু ইবনে মাজাহ— ৩৮৫৮

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

বাংলা উচ্চারণ— আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতা, ওয়াহদাকা লা-শারীকা লাকা,  আল-মান্নান, বাদী-উ’স সামাওয়াতি ওয়াল আরদি, যুল-জালালি ওয়াল ইকরাম।

৬) মুসনাদে আহমাদ—১৩৫৭০

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ ، إِنِّي أَسْأَلُكَ

বাংলা উচ্চারণ— আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, ইয়া বাদী-আ’স সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, ইন্নি আসআলুকা।

৭) মুসনাদে আহমাদ—১৩৭৯৮

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، يَا مَنَّانُ، يَا بَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

বাংলা উচ্চারণ— আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতা, ইয়া মান্নানু, ইয়া বাদী-আ’স সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম।

error: Content is protected !!