হুরুফে মুকাত্তাআত

হুরুফে মুকাত্তাআত : পবিত্র কুরআনের বিভিন্ন সূরার শুরুতে দুর্বোধ্য কিছু শব্দ রয়েছে—যার অর্থ আল্লাহ ছাড়া কেহই জানে না—শব্দগুলোকে “হুরুফে মুকাত্তাআত” বলে । যেমন— সূরা বাকারার শুরুতে রয়েছে— আলিম লাম মীম । সূরা আ’রাফের শুরুতে রয়েছে— আলিফ লাম মীম ছোয়াদ । সূরা ইয়াসিনের শুরুতে রয়েছে— ইয়া সীন ইত্যাদি ।

‘হুরুফে মুকাত্তাআত’ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ কোন ইশারা ও রহস্য । সংখ্যাগরিষ্ঠ সাহাবা, তাবেয়ীন ও ওলামাদের মত হচ্ছে— আল্লাহু আ’লামু বি-মুরাদিহী । অর্থাৎ এই বিশেষ আয়াতগুলোর রহস্য, ইশারা ও অর্থ কেবল আল্লাহই জানেন । কারো কারো মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অর্থ জানতেন । তবে অর্থগুলো তাঁর পর্যন্তই সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে । বিশেষ কারণে এর তাবলীগ তথা উম্মতকে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়নি ।

পবিত্র কুরআনের মোট ১১৪টি সূরা রয়েছে। তারমধ্যে ৮৫টি সূরায় কোন ‘হুরুফে মুকাত্তাআত’ নেই । বাকি ২৯টি সূরার ‍শুরুতে ‘হুরুফে মুকাত্তাআত’ উল্লেখ করা হয়েছে । সূরাগুলো হচ্ছে যথাক্রমে—

হুরুফে মুকাত্তাআত

১। সূরা বাকারা
২। সূরা আলে ইমরান
৩। সূরা আরাফ
৪। সূরা ইউনুস
৫। সূরা হুদ
৬। সূরা ইউসুফ
৭। সূরা রা’দ
৮। সূরা ইবরাহিম
৯। সূরা হিজর
১০। সূরা মারইয়াম
১১। সূরা ত্বহা
১২। সূরা শুআরা
১৩। সূরা নামল
১৪। সূরা কাসাস
১৫। সূরা আনকাবুত
১৬। সূরা রুম
১৭। সূরা লোকমান
১৮। সূরা সিজদা
১৯। সূরা ইয়াসিন
২০। সূরা সোয়াদ
২১। সূরা আল মুমিন
২২। সূরা ফুস্সিলাত (হা মীম সাজদাহ)
২৩। সূরা শুরা
২৪। সূরা যুখরুফ
২৫। সূরা দুখান
২৬। সূরা জাছিয়া
২৭। সূরা আহকাফ
২৮। সূরা ক্বফ
২৯। সূরা কলাম

এই হরফগুলোকে পাঁচভাবে বিভক্ত করা যায়—

১। এক অক্ষর বিশিষ্ট হরফ । যেমন— নূন, ক্বফ, ছোয়াদ ।
২। দুই অক্ষর বিশিষ্ট হরফ । যেমন— হা-মীম, ইয়া-সীন, তোয়া-হা, তোয়া-সীন ।
৩। তিন অক্ষর বিশিষ্ট হরফ । যেমন— আলিফ লাম মীম, তোয়া সীন মীম, আলিফ লাম র, আঈন সীন ক্বফ।
৪। চার অক্ষর বিশিষ্ট হরফ। যেমন— আলিফ লাম মীম র, আলিফ লাম মীম ছোয়াদ ।
৫। পাঁচ অক্ষর বিশিষ্ট হরফ । যেমন— ক্বাফ হা ইয়া আঈন ছোয়াদ, হা মীম আঈন সীন ক্বফ ।

এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাকের বিশেষ কোন রহস্য আছে নিশ্চিত, কিন্তু সেটা কি—মানুষের তা জানা নেই। হাদীস শরীফেও এর বিশেষ কোন ফযীলতের কথা উল্লেখ নেই । তবে যেহেতু কোন না কোন রহস্য আছে, সেই আশায় কোনো কোনো বুজুর্গানে দীন চিকিৎসা হিসেবে আয়াতগুলোর ব্যবহার করতেন। ব্যক্তিগতভাবে আমি নিজেও বিভিন্ন রোগীদের রুকইয়াহর ক্ষেত্রে মাঝেমধ্যে এই আয়াতগুলো তিলাওয়াত করে বিশেষ উপকারিতা পেয়েছি । আপনারাও চাইলে বিভিন্ন নিয়তে আয়াতগুলো তিলাওয়াত করে এর থেকে উপকারিতা গ্রহণ করতে পারেন।

সহজে পড়ার সুবিধার্থে  সকল আয়াতসমূহ পিডিএফ আকারে আপলোড করা হলো । আগ্রহীগণ দেখে নিতে পারেন । জাযাকুমুল্লাহু খাইরান ।

পিডিএফ : الحروف المقطعات

error: Content is protected !!