রোগ হলে আবশ্যিকভাবেই তার লক্ষণ প্রকাশ পাবে এটাই স্বাভাবিক । শারীরিক রোগ হলে ‘শরীরে’ লক্ষণ প্রকাশ পাবে আর মানসিক রোগ হলে ‘মনে’ তার লক্ষণ প্রকাশ পাবে । শতকরা প্রায় ৯৫ ভাগ রোগই আমরা লক্ষণ দেখে বুঝতে পারি । এরপরে আমরা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সে লক্ষণের ডায়াগনোসিস তথা কারণ অনুসন্ধান করি ।
প্যারানরমাল রোগের ক্ষেত্রেও বিষয়টি সেইম— জ্বীন, যাদু কিংবা বদনজর সমস্যা যেটিই হোক না কেন! শরীরে, মনে কিংবা আধ্যাত্মিকতায় তার কোন না কোন লক্ষণ প্রকাশ পাবেই পাবে । তবে মুশকিল হচ্ছে— শারীরিক রোগের লক্ষণ দেখে সহজেই রোগ নির্ণয় করা গেলেও প্যারানরমাল রোগের ক্ষেত্রে বিষয়টি সহজ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই শুধু লক্ষণ দেখেই রোগ নির্ণয় করা সম্ভব হয় না। কারণ প্যারানরমাল সমস্যার অধিকাংশ লক্ষণই শারীরিক-মানসিক বিভিন্ন রোগের সিমিলার । এমনকি বহু লক্ষণ প্যারানরমাল ক্যাটাগরির মধ্যেও একটি অপরটির সিমিলার ।
যেমন ‘মাথা ব্যাথা’ — এটি মানুষের কমন একটি শারীরিক রোগ । আবার অত্যাধিক মানসিক চাপের কারণেও কিন্তু এটি হতে পারে। এদিকে এটি কিন্তু বদনজরেরও অন্যতম একটি লক্ষণ । আবার কাউকে জ্বীন আছর করলেও অধিকাংশ ক্ষেত্রেই রোগীর মাথাব্যাথা হয়ে থাকে । তেমনিভাবে কাউকে অসুস্থ বানানোর যাদু করা হলে তখনও তার মাথাব্যাথা হতে পারে ।
মহিলাদের স্রাব— জ্বীনের আছরের কারণেও যেমন হতে পারে, তেমনি কিন্তু যাদুর কারণেও এটি হতে পারে । আবার শারীরিক কোন সমস্যার কারণেও কিন্তু হতে পারে ।
এসব কারণে শুধু লক্ষণ মিলিয়ে প্যারানরমাল রোগ বের করা কিছুটা কঠিন । তবে অভিজ্ঞতা ও বিচক্ষণতা থাকলে অনুমান করা ও প্রাথমিক ধারণা নেয়া সম্ভব। এরপরে ডায়াগনোসিস রুকইয়াহ করে তা নিশ্চিত হতে হয়।
লক্ষণ মিলিয়ে কীভাবে প্রাথমিক ধারণা পেতে পারেন —
লক্ষণ— https://muftialamin.com/categories/ruqyah/symptoms/
উপরে দেয়া লক্ষণ সংক্রান্ত লিংক ভিজিট করে— সেখানে উল্লেখিত জ্বীন, যাদু এবং বদনজরসহ অন্যান্য সকল ক্যাটাগরির লক্ষণগুলো খুব ভালোভাবে মনযোগের সাথে পড়ে নিজের সাথে মিলিয়ে দেখুন— কোন ক্যাটাগরির অধিকাংশ লক্ষণ অধিকাংশ সময়ই আপনার মধ্যে পাওয়া যায়। আমি আবারো বলছি— “অধিকাংশ লক্ষণ অধিকাংশ সময়” । সুতরাং আপনার মধ্যে কোন ক্যাটাগরির একটি/দুইটি লক্ষণ মাঝেমধ্যে পাওয়া গেলে তা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। কোন এক বা একাধিক ক্যাটাগরির অধিকাংশ লক্ষণ অধিকাংশ সময় আপনার মধ্যে পাওয়া গেলে তখনই কেবল প্রাথমিক ধারণা করা যেতে পারে যে— আপনি উক্ত রোগে আক্রান্ত।
নিজে নিজে বুঝে উঠতে না পারলে— প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা পেইজের ইনবক্সে উক্ত লক্ষণগুলো আমাকে জানান । আপনার রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে আমি আপনাকে সাহায্য করবো— ইনশাআল্লাহ্।
যেভাবে জানাবেন— রোগের নাম উল্লেখ করে আপনার মধ্যে যে লক্ষণগুলো পাওয়া যায় তার নম্বরগুলো আমাকে জানাবেন।
উদাহরণ স্বরূপ— বদনজরের লক্ষণ ৩, ৭, ১০ । বিবাহ বন্ধের যাদুর লক্ষণ ২, ৫, ১২ । জাগ্রত অবস্থার জ্বীনের লক্ষণ ১, ৯, ১০ । নিদ্রাবস্থায় জ্বীনের লক্ষণ ৪, ৬, ১৩ । ইত্যাদি ইত্যাদি।