এক বালতি পানি নিবেন । সম্ভব হলে জমজম, বৃষ্টি বা সাগরের পানি । অন্যথায় সাধারণ পানির সাথে সামান্য জমজম, বৃষ্টি বা সাগরের পানি মিক্স করে নিবেন । তাও সম্ভব না হলে যেকোনো পবিত্র পানি নিলেই হবে । অতঃপর উক্ত পানিতে হাত ডুবিয়ে রেখে (ঐচ্ছিক) নিম্নোক্ত দোয়া ও সূরাগুলো পাঠ করে পানিতে ফুঁ দিবেন । অতঃপর উক্ত পানি দিয়ে তিনবার কুলি করবেন, তিনবার নাকে পানি দিবেন এবং অবশিষ্ট পানি দিয়ে গোসল করবেন । প্রথম মগ পানি মাথার পিছনের অংশে ঢালবেন। বাকি গোসল স্বাভাবিক নিয়মে শেষ করবেন।
১) দরুদ শরীফ
২) সূরা ইখলাস
৩) সূরা ফালাক
৪) সূরা নাস
৫) আঊযু বি-কালিমাতিল্লাহিত তা–ম্মাহ, মিন কুল্লি শাইত্বনিন ওয়া হাম্মাহ, ওয়া–মিন কুল্লি আইনিন লাম্মাহ ।
৬) বিসমিল্লাহি আরক্বী নাফসী, মিন কুল্লি শাঈ-ইন ইউজি-নী, মিন শার্রী কুল্লি নাফসিন, আও আইনিন হা-সিদিন, আল্লাহু ইয়াশফি-নী, বিসমিল্লাহি আরক্বী নাফসী ।
৭) দরুদ শরীফ
সম্ভব হলে প্রতিটা সাতবার, অথবা কমপক্ষে তিনবার, একান্ত অপারগতার ক্ষেত্রে একবার পাঠ করবেন । তবে সাতবার বা তদূর্ধ্ব; যত বেশি যত সংখ্যক বার পড়বেন, তত দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ ।
ন্যূনতম তিনদিন গোসল করবেন লাগাতার । অবস্থা জটিল হলে সাতদিন করবেন । অথবা আপনার রাক্বীর পরামর্শ অনুযায়ী দিন নির্ধারণ করবেন।