যাদু নষ্টের সহজ রুকইয়াহ
আপনি কি যাদুগ্রস্ত? পেটে যাদু থাকার সম্ভাবনা আছে? যাদু নষ্টের সহজ উপায় বলে দিলে করতে পারবেন তো ইনশাআল্লাহ্? আশাকরি এটি আপনার যাদু নষ্টের জন্য অনেক বেশি উপকারী হবে—ইনশাআল্লাহ্ । এ পদ্ধতিটি সকল প্রকার যাদু নষ্টের জন্যই উপকারী। বিশেষভাবে যে প্রকারের যাদু খাওয়ানো, পান করানো, ঘ্রাণ শোঁকা ইত্যাদি বিভিন্ন মাধ্যমে সরাসরি শরীরে প্রয়োগ করা হয়েছে। এবং শরীরের বাহিরে যাদুর বস্ত নেই । এ ধরনের যাদুর ক্ষেত্রে দ্রুত ও অত্যধিক কার্যকারী হবে—ইনশাআল্লাহ্ ।
যাদু নষ্টের পড়া পানি
মোটেই কঠিন কিছু না। একদম পানির মতো সহজ একটি কাজ। টানা সাতদিন নরমাল পানির পরিবর্তে কেবল পড়া পানি পান করবেন। পারবেন তো আশা করি? এক্সট্রা কোন কষ্ট নেই । নির্দিষ্ট কোনো সময় নেই । নির্দিষ্ট পরিমাণ নেই । সারাদিনে যতবার পানি পান করা প্রয়োজন; ততবারই পড়া পানি থেকে পান করুন । আবারো বলছি, মাত্র সাতটি দিন, যতবারই পিপাসা লাগবে, পানি পান করার প্রয়োজন হবে—আপনি শুধুমাত্র, কেবলমাত্র এবং একমাত্র পড়া পানি থেকেই পান করবেন। পড়া পানির সাথে পানি না মিশিয়ে সলিড পানিটাই পান করবেন। সকালে খালি পেটে তুলনামূলক বেশি পান করবেন। আর হ্যাঁ, অবশ্যই সুন্নত তরীকা অনুযায়ী ডান হাত দিয়ে পান করবেন। এবং কমপক্ষে তিন শ্বাসে পান করবেন। পানির পাত্রে নিশ্বাস ফেলবেন না। ব্যস এতটুকুই কাজ।
যেভাবে পড়া পানি তৈরি করবেন
সাতদিনে আপনার যে পরিমাণ পানি দরকার সে সাইজের একটি পানির জারে পানি নিন । আনুমানিক পনেরো লিটার সাইজের। বাসায় এরকম বড় সাইজের জার না থাকলে কলসি বা পানির ফিল্টারও ব্যবহার করতে পারেন। এককথায় পানি রাখা যায় এরকম যেকোনো পাত্র হলেই হবে । সম্ভব হলে কিছুটা জমজম বা বৃষ্টির পানি মিশিয়ে নিতে পারলে ভালো। এবার ওযূ করে কিবলামুখী হয়ে বসুন । যতবেশি বার সম্ভব যাদু নষ্টের আয়াত পড়ুন। ভালো হয় টানা এক ঘণ্টা পড়ুন। কমপক্ষে আধাঘণ্টা। এরপরে আধাঘণ্টা তিন কুল পড়ুন। যাদু নষ্টের আয়াত পড়তে না পারলে শুধু তিন কুল এক ঘণ্টা পড়ুন। এসময় পানির পাত্রের মুখের কাছাকাছি হয়ে পড়ুন। যেন তিলাওয়াতের সময় আপনার মুখ থেকে বের হওয়া বাতাস গিয়ে সরাসরি পানিতে লাগে । মুখস্থ থাকলে যাদু নষ্টের আয়াত পড়ার সময়ও এভাবে পড়তে পারলে ভালো । নাহলে আয়াত পড়া শেষে তিনবার ফুঁ দিন। বিসমিল্লাহ বলে ফুঁ দিবেন। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়বেন। আবার বিসমিল্লাহ বলে ফুঁ দিবেন। আবার দরুদ পড়বেন। এভাবে তিনবার। তৈরি হয়ে গেল আপনার যাদু নষ্টের পড়া পানি। এবার এই পানিটাই আগামী সাতদিন পান করুন।
শর্ত—
১। পড়া শুদ্ধ হতে হবে ।
২। পূর্ণ বিশ্বাসের সাথে পড়তে হবে।
৩। পূর্ণ বিশ্বাসের সাথে পান করতে হবে ।
৪। শরীরের বাহিরে যাদুর বস্তু থাকলে পানি পান করার পাশাপাশি সেটা নষ্ট করার জন্যও উপায় অবলম্বন করতে হবে ।