কাউকে যাদু করার জন্য চুল একটি সহজলভ্য উপকরণ। স্বয়ং প্রিয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিরুনির মধ্যে থাকা তার চুলের মাধ্যমে যাদু করা হয়েছিল।
গত সপ্তাহেও আমার একজন রোগীর জ্বিন তথ্য দিল যে, রোগীকে তার শাশুড়ি চিরুনির মধ্যে থাকা চুল সংগ্রহ করে, উক্ত চুলের মাধ্যমে যাদু করেছে ।
অথচ, এই ভয়াবহ রিস্কি বিষয়টি থেকে আমাদের বোনেরা মারাত্মক অসচেতন।
(স্মর্তব্য, জিন প্রচুর মিথ্যাবাদী একটি জাতী । এদের তথ্য অসত্যও হতে পারে ।)
প্রিয় বোন! চুল আঁচড়ানোর পরে চিরুনির সাথে উঠে আসা চুলগুলোকে এখানে সেখানে ফেলবেন না। আপনার আয়ত্বের মধ্যে কোথাও জমিয়ে রাখুন। অনেকগুলো জমে গেলে মানুষের অগোচরে গোপন কোন জায়গায় মাটিতে পুঁতে রাখুন।
প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয়, ইদানিং কিছু লোকেরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের চুল ক্রয় করে থাকে, এদের কাছে কখনো চুল বিক্রি করবেন না, ক্ষতির সম্ভাবনা তো আছেই, পাশাপাশি এটি একটি হারাম কাজ । চুল বিক্রি করাও হারাম, এবং তা থেকে উপার্জিত অর্থও হারাম উপার্জন ।