ভণ্ড কবিরাজ থেকে সাবধান

আগুনের তৈরি দুষ্ট আত্মার (জ্বিন-শয়তান) উপদ্রব থেকে বাঁচতে মাটির তৈরি দুষ্ট আত্মার (ভণ্ড কবিরাজ) শরণাপন্ন না হয়ে, কুরআন-হাদীসের নূরে আলোকিত আত্মা ওয়ালাদের (আলেমদের) শরণাপন্ন হোন ।

নামায-কালাম নেই, পর্দা-পুশিদা নেই, শুদ্ধভাবে কুরআনের একটি আয়াত পড়ার যোগ্যতা নেই; এসব যদু-মদু-কদুরা (কবিরাজরা) আপনার জ্বিন তাড়াতে তো পারবেই না; উল্টা আপনার ঈমান হরণ করে আপনাকে মুশরিক বানিয়ে ছাড়বে ।

ডাক্তার নির্বাচনের পূর্বে যেমন স্ব-সাবজেক্টে এফসিপিএস না এমডি, প্রফেসর নাকি সহঃ প্রফেসর, নাকি বিভাগীয় প্রধানি ইত্যাদি ইত্যাদি ডিগ্রি ও পদ দেখে ডাক্তার নির্বাচন করেন, জ্বিন-যাদুর ডাক্তার নির্বাচনের জন্যও একটু তার লেবাস-পোষাক, আমল-আখলাক, ইলমী ব্যাকগ্রাউন্ড দেখে নির্বাচন করা উচিত ।

ফার্মাসিস্টের কাছে যেমন জটিল অপারেশ আপনার শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, তেমনি কবিরাজদের কাছে আপনার ঈমান ও শরীর উভয়টাই মারাত্মক ঝুঁকিপূর্ণ ।


মুফতী মুুহাম্মাদ আল-আমীন

ফেব্রুয়ারি ০৯, ২০২২

error: Content is protected !!