নামায যেভাবে সুন্দর হবে

নবী (আ.) ইরশাদ করেন–
إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ

অর্থ— তুমি যখন নামাজে দাড়াও বিদায়ী ব্যক্তির ন্যায় নামাজ আদায় করো । (ইবনে মাজাহ–৪১৭১, মুসনাদে আহমাদ–২৩৪৯৮)

তিনি (স.) আরো ইরশাদ করেন–
اذكر الموت في صلاتك، فإن الرجل إذا ذكر الموت في صلاته لَحَرِيٌّ أن يحسن صلاته، وصل صلاة رجل لا يظن أن يُصلي صلاة غيرها
অর্থ— তোমার নামাজের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ কোন মানুষ যখন নামাযের মধ্যে তার মৃত্যুর কথা স্মরণ করে, তার নামাজ সুন্দর হয় (ভাবার্থ) । এবং ঐ ব্যক্তির ন্যায় নামাজ আদায় করো; যে এর পরবর্তী আর নামাজ আদায় করার আশা রাখে না ।

(দাইলামী–১৭৫৫)

error: Content is protected !!