‘রুকইয়াহ আশ্ শারইয়্যাহ’ কোন নতুন উদ্ভাবিত চিকিৎসা ব্যবস্থা নয় । এটি কুরআন-হাদীস দ্বারা সমর্থিত ও প্রমাণিত একটি প্রাচীন চিকিৎসা ব্যবস্থা ।
প্রিয় নবী হযরত মুহাম্মাদ (স.) নিজেও রুকইয়াহ চিকিৎসা নিয়েছেন এবং অন্যদেরকেও এই চিকিৎসা নেয়ার নির্দেশ ও পরামর্শ দিয়েছেন । এমনকি তিনি (স.) নিজেও সাহাবী, তার পরিবারবর্গসহ অকেকে রুকইয়াহ করেছেন । এ সম্পর্কিত কয়েকটি হাদীস নিম্নে উদ্ধৃত হলো—
১। নবী কারীম (স.) কে হযরত জিবরীল (আ.) রুকইয়াহ করেছেন । সহীহ মুসলিম—২১৮৫।
২। নবী কারীম (সা.) নিজ পরিবারের লোকদেরকে রুকইয়াহ করেছেন । সহীহ বুখারী— ৫৭৪৩।
৩। নবী কারীম (সা.) সাহাবীদেরকে রুকইয়াহ করেছেন । সুনানে ইবনে মাজাহ— ৩৫২৪।
৪। অসুস্থ থাকাকালীন হযরত আয়শা (রা.) নবী কারীম (স.) কে রুকইয়াহ করেছেন । সহীহ বুখারী— ৫৭৫১।
৫। সাহাবায়ে কেরাম অন্যদেরকে রুকইয়াহ করেছেন । সুনানু আবি দাঊদ— ৩৯০১।