১) বাম দিকে তিনবার থুথু ফালানো (সহীহ বুখারী – ৩২৯২, সহীহ মুসলিম – ২২৬২) ২) তিনবার শয়তানের অকল্যান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া । (সহীহ মুসলিম – ২২৬২) ৩) স্বপ্নে যা কিছু দেখেছে তার অকল্যান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া । (সহীহ বুখারী – ৩২৯২, সহীহ মুসলিম— ২২৬১) ৪) যে পার্শ্বে শয়ন অবস্থায় স্বপ্ন দেখেছে । সজাগ হওয়ার পরে পার্শ্ব পরিবর্তন করে শোয়া । (সহীহ মুসলিম – ২২৬২) ৫) দুঃস্বপ্নের কথা কাউকে না বলা...
Continue reading...স্বপ্নে ভয় পাওয়া
স্বপ্নে ভয় পাওয়া
রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পেলে এর থেকে মুক্তি লাভের জন্য স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো নিম্নোক্ত দুয়া এবং পাশাপাশি নিম্নোক্ত আয়াতটি পড়ে ঘুমালে স্বপ্নে ভয় পাওয়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ্ । রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেহ ঘুমের মধ্যে ভয় পেলে সে যেন বলে— أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ বাংলা উচ্চারণঃ আঊযু বি-কালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন গাদাবিহী, ওয়া ইকাবিহী, ওয়া শার্রী...
Continue reading...