রোগী একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার । কিন্তু এরকম একটি হাই ডিমান্ডেবল স্কিলড পার্সন হয়েও লেখাপড়ার শেষ করার পরে সেই ২০১৪ সালে থেকে তিনি ‘রিযিক’ এর কষ্টে ভুগছিলেন । বিজনেস কিংবা চাকরি যেটাই করেন—সেখানেই বিফল । যে কোম্পানি তিনি নিজ হাতে দাঁড় করিয়ে দেন, কিছুদিন পরে সেই কোম্পানি থেকেও তার চাকরি চলে যায় । প্রডাক্ট চাহিদা, প্রতিষ্ঠান প্লেসমেন্ট সবকিছু বিবেচনায় কাগজে-কলমে যেখানে একটি সাকসেসফুল বিজনেস মডেল দাঁড়ানো সম্ভব, সেখানে তিনি কিছু করতে গেলেই ‘লস’...
Continue reading...