মেডিকেল সাইন্সে রোগটিকে বলায় অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার (Obsessive Compulsive Disorder) যার সক্ষিপ্ত রুপ ওসিডি (OCD) । বাংলায় বলা হয় চিন্তাবাতিক বা শুচিবাই ।
তিব্বে নববী তথা নবী (আ.) থেকে প্রমাণিত বা সমর্থিত কুরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা শাস্ত্র মতে এটিকে বলা হয় ‘ওয়াসওয়াসা’ (الوسوسة) ।
মেডিকেল শাস্ত্রে এ রোগের কারণ হিসেবে বংশগত, পারিপার্শ্বিকতা ও মানসিক চাপকে দায়ী করা হলেও তিব্বে নববী মতে এর প্রধান কালপিট হচ্ছে ‘শয়তান’ । আর মানসিক বিষন্নতা ইত্যাদি অন্যান্য সহযোগী কারণগুলো তারই কুমন্ত্রণা দ্বারা সৃষ্ট ।
এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে – শয়তানকে দূর্বল করা । আর শয়তানকে দূর্বল করার মাধ্যম হচ্ছে বেশি বেশি কুরআন তিলাওয়াত, যিকির ও ইবাদাতে লিপ্ত হওয়া এবং পাশাপাশি ‘রুকইয়াহ’ করা ।