জ্বীন আছর করার বিশেষ কিছু মুহুর্ত

ইস্তেঞ্জা, কাপড় পরিবর্তন এবং স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তে যেহেতু সতর খুলতে হয়, সেকারণে সময়গুলোতে দোয়া পড়া না হলে জ্বীন-শয়তানের কু-নজর লাগার বেশ সম্ভাবনা থাকে । যৌন হ্যারেজকারী জ্বিনগুলো এ সময় নারী-পুরুষের দেহের বা অঙ্গবিশেষের প্রতি আকৃষ্ট হতে পারে। অতএব, জ্বীনের কু-নজর থেকে বাঁচতে এই তিনসময়ের দুয়াগুলো বিশেষ গুরুত্বের সাথে পড়া উচিত।

পাশাপাশি ঘরে প্রবেশের সময় ও বের হওয়ার সময় অবশ্যই দোয়া পড়া । একান্ত দোয়া না পারলে কমপক্ষে শুধু “বিসমিল্লাহ” বলে হলেও ঘরে প্রবেশ করা ও ঘর থেকে বের হওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত । ঠিক একই ভাবে খাওয়া-পান করার শুরু ও শেষের দোয়াও গুরুত্বের সাথে আদায় করতে হবে । কিছুই না পারলে “বিসমিল্লিাহ” বলে খাওয়া-পান করা শুরু করতে হবে ।

মনে রাখবেন, আক্রান্ত হওয়ার পরে প্রতিকার খোঁজার চেয়ে; আক্রান্ত হওয়ার পূর্বে প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ ।

টয়লেটে প্রবেশের দোয়াঃ বিসমিল্লাহ

হাদীস : টয়লেটে প্রবেশের সময় “বিসমিল্লাহ” বলা; জ্বীনদের নজর এবং বনী আদমের সতরের মাঝে পর্দা । (তিরমিযি-৬০৬)

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খবা-ইছ

হাদীস : নবী কারীম (স.) যখন টয়লেটে প্রবেশ করতেন তখন এই দোয়াটি পড়তেন । (বুখারী-১৪২)

কাপড় পরিধানের দোয়াঃ আলহামদুলিল্লা হিল্লাযি কাসা-নি হা-যাছ্ছাওবা ওয়া র-ঝাকানীহি মিন গইরী হাওলিম মিন্নী ওয়া লা কুওয়্যাতিন

হাদীস : নবী (আ.) ইরশাদ করেন – যে ব্যক্তি কাপড় পরিধানের সময় এ দোয়া পড়লো, তার আগের ও পরের সকল গুনাহ (সগীরা) ক্ষমা করে দেয়া হবে । (আবু দাউদ-৪০২৩, সুনানে দারেমী-২৭৩২)

কাপড় খোলার দোয়াঃ বিসমিল্লাহ

হাদীস : কাপড় খোলার সময় “বিসমিল্লাহ” বলা; জ্বিনদের বদনজর এবং বনী আদমের সতরের মাঝে পর্দা । (তাবারানী ফিল আওসাত-৭০৬৬)

সহবাসের দোয়াঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্বনা, ওয়া জান্নিবিশ শাইত্বনা মা রঝাক্বতানা

হাদীস : রসূলুল্লাহ (স.) থেকে বর্ণিত তিনি বলেন, তোমাদের কেহ যখন স্ত্রির সাথে মিলিত হয় আর বলে – ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্বনা, ওয়া জান্নিবিশ শাইত্বনা মা রঝাক্বতানা’ সেই মিলনে যদি আল্লাহ তাদেরকে সন্তান দান করেন; শয়তান তাকে ক্ষতি করতে পারেনা । (বুখারী-৩২৭১)

বিঃদ্রঃ যারা আরবী পড়তে পারেননা তাদের সুবিধার্থে বাংলা উচ্চারণ দেয়া হলো । তবে বাংলা বা অন্য কোন ভাষায়ই আরবীর সঠিক উচ্চারণ প্রকাশ করা যায়না, সুতরাং যারা ভালো আরবী পড়তে জানে তাদের কাছ থেকে শুদ্ধ উচ্চারণ শিখে নিবেন ।

error: Content is protected !!