পোস্টপার্টাম ডিপ্রেশন বনাম জ্বীনে ধরা

সন্তান জন্ম দানের পরে নতুন মায়েদের শরীরে হরমোনাল ইম্ব্যালেন্সের কারণে বিভিন্ন ধরণের মানসিক সমস্যা দেখা দিতে পারে । তন্মধ্যে মারাত্মক একটি মানসিক সমস্যার নাম হচ্ছে -“পোস্টপার্টাম ডিপ্রেশন” । 

মানসিক এই রোগটিকে “পোস্ট পার্টাম সাইকোসিস (postpartum psychosis) বা পিউরপেরাল সাইকোসিস” ও বলা হয়ে থাকে । আরবীতে যাকে বলে ‘ইকতি’আব মা বা’দাল বিলাদাহ’ (اكتئاب ما بعد الولادة) । 

এতে আক্রান্ত হলে সদ্য প্রসূতি মা তার নিজেকে বা নিজের বাচ্চাকে আঘাত করার চেষ্টা করে, এমনকি আত্মহত্যা বা বাচ্চাকে হত্যা করার চেষ্টাও করতে পারে।  মারাত্মক ভয়ংকর ইচ্ছা তার মনের মধ্যে আসতে থাকে । এ সময় তার আশপাশের লোকজন সচেতন না হলে বড় কোন দূর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে । এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাকে মানসিক সাপোর্ট দেয়া । এবং কুরআনের মাধ্যমে যেহেতু আত্মার প্রশান্তি মিলে সেজন্য এই সময় তাকে বেশি বেশি কুরআন তিলাওয়াত শুনানো । বিশেষ করে ‘আয়াতুস সাকিনা’ ও সালামের আয়াতগুলো । 

অজ্ঞতার কারণে মানসিক সাপোর্টের পরিবর্তে এ সময় অনেকে তাকে জ্বিনে ধরা ভেবে উল্টা খারাপ আচরণ করতে থাকে । এতে বেশিরভাগ ক্ষেতেই হিতে বিপরীত ঘটে ।

error: Content is protected !!